মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য বিচার চাইলেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার (৯ মার্চ) দুপুরে ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে একটি পোস্ট দেন তিনি। তাতে শাকিব খান লিখেন, “জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।”  

মাগুরায় ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। গত ৬ মার্চ রাতে এ ঘটনা ঘটে। শিশুটির অবস্থা এখনো চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

সাধারণ মানুষের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও বিচার চাইলেন। দুই ঘণ্টার মধ্যে তার এ পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৯৪ হাজার। মন্তব্য পড়েছে ৪ হাজারের বেশি। 

আরো পড়ুন:

সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে: বুবলী

বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের

ভক্ত-অনুরাগী ছাড়াও চলচ্চিত্রের অনেকে মন্তব্য করে সহমত পোষণ করেছেন। চিত্রনায়িকা পলি লেখেন, “উই ওয়ান্ট জাস্টিস।” তা ছাড়াও অভিনেতা এল আর খান সীমান্ত, নির্মাতা তপু খানসহ অনেকে মন্তব্য করেছেন। 

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’-এর টিজার। সিনেমাটিতে তার লুক প্রকাশের পর থেকেই আলোচনায় শাকিবের নতুন এই সিনেমা। পরে ১ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের সংলাপগুলোও পছন্দ করেছেন শাকিব ভক্তরা।

‘বরবাদ’ সিনেমার টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি লুকে। টিজার দেখে ধারণা করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে ‘বরবাদ’। দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে সিনেমাটিতে। এতে পশ্চিমবঙ্গের অভিনেতা যীশু সেনগুপ্তও অভিনয় করেছেন। তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন— এবার জমজমাট লড়াই হবে।

শাকিব, যীশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব, মিশা সওদাগর প্রমুখ। জানা গেছে, সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন বরব দ

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাইকারীর কবলে আইনজীবী

রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে হেলাল উদ্দিন (৩০) নামে আইনজীবীকে ছিনতাইকারীরা মারধর করে মোবাইল-মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। তিনি নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হেলাল উদ্দিনের স্ত্রী নুসরাত মেহজাবিন বলেন, রাত ১টার দিকে সায়দাবাদ জনপথ মোড় এলাকায় কয়েকজন ছিনতাইকারী আমার স্বামীকে ধরেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। তিনি বাধা দিতে গেলে, তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হেলাল উদ্দিন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ