সিরিয়ায় শান্তির আহ্বান নতুন প্রেসিডেন্টের
Published: 9th, March 2025 GMT
সিরিয়ার নেতা আহমেদ শারা দেশে শান্তির আহ্বান জানিয়েছেন। বাশার আল-আসাদের পতনের পর থেকে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় উপকূলীয় অঞ্চলে এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর রবিবার এ আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটিতে ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। রবিবারও নতুন ইসলামপন্থী শাসকদের সাথে যুক্ত শক্তি এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা বলেছেন, “আমাদের জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে যাতে আমরা একসাথে থাকতে পারি।”
দামেস্কের মাজ্জাহ শহরের একটি মসজিদে বক্তৃতা দিতে গিয়ে শারা বলেন, “সিরিয়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, এই দেশটিতে টিকে থাকার বৈশিষ্ট্য রয়েছে। সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে।”
গত ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে দেশটিতে তার পরিবারের কয়েক দশক ধরে রাজবংশীয় শাসনের অবসান ঘটে। তবে আসাদ পরিবারের অনুগত আলাউইত সম্প্রদায় নতুন শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।