১. শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ পড়ি।

সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু।

শব্দ শব্দের অর্থ

সৌভাগ্য — ভালো ভাগ্য।

প্রকৃতি — নিসর্গ।

বৈচিত্র্য — বিভিন্নতা।

বেলাভূমি — সমুদ্রের তীরে বালুময় স্থান।

প্রান্তর — মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।

স্বজন — আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক।

সার্থক — সফল।

সাংরাই — রাখাইনদের নববর্ষ উত্সব।

বিজু — চাকমাদের নববর্ষ উত্সব।

শ্রদ্ধা—বিশেষ সম্মান, ভক্তি।

ধাঁচ—প্রকৃতি, ধরন, রকম।

পরস্পর—একের সঙ্গে অন্য।

জাতিসত্তা—জাতি গোষ্ঠি।

তঞ্চঙ্গা—পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ।

মারমা— বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী ।

২.

শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক

ক. আমাদের — যে আমরা এ দেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর — ।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর

সমুদ্রের —।

ঘ. একই দেশ, অথচ কত —।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, —, পাহাড়, সমুদ্র —এইসব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই — হয়ে উঠবে আমাদের জীবন।

আরও পড়ুনসাধারণ জ্ঞান: ফেব্রুয়ারি–২০২৫।। বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিশ্ব০৪ মার্চ ২০২৫

উত্তর:

ক. আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি।

ঘ. একই দেশ, অথচ কত বৈচিত্র্য।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন

*লেখক: খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

ফ্লোরিডায়  বাংলাদেশি শিক্ষার্থীদের  বর্ষবরণ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটন শহরে অবস্থিত ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে।  গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির (বিএসএ-এফএইউ) ব্যানারে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানটি নতুন ও পুরোনো বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ামির পররাষ্ট্র বিভাগের কনস্যুলার জেনারেল সেহেলি সাবরিন। ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উৎযাপন অনুষ্ঠানে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসান মাহফুজ, অধ্যাপক খালেদ সোবহান, সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর আমন্ত্রিত সব অতিথিদের উপস্থিতিতে স্প্রিং ২০২৫ শিক্ষাবর্ষে  আগত নবীন শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া ও স্বাগত উপহার প্রদান করা হয়। এ ছাড়া ফল ২০২৪ এবং স্প্রিং ২০২৫ সেশনে মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির 
(বিএসএ-এফএইউ) বিদায়ী উপদেষ্টা অধ্যাপক হাসান মাহফুজ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক খালেদ সোবহান, সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মো. নিয়ামত আলী, সহসভাপতি মো. আহনাফ আকিফ, কোষাধ্যক্ষ মোহাম্মাদ খান এবং কমিউনিকেশন অফিসার হিসেবে ফাহমিদা জারিনের নাম ঘোষণা করেন।  অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। খাবারের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বাংলা কবিতা, সংগীত, মঞ্চনাটকসহ দেশি বিনোদন উপভোগ করেন উপস্থিত দর্শকরা। v

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্লোরিডায়  বাংলাদেশি শিক্ষার্থীদের  বর্ষবরণ