ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে।

বুধবার সকালে জেলা পুলিশ আটক ওই শিক্ষককে আদালতে তুলতে গেলে তাকে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযুক্ত মানকিকে পুনরায় কোর্ট হাজতে পাঠায়।

এ ঘটনার পরে শহরের চৌরাস্তা মোড়ে অভিযুক্ত শিক্ষক মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করে জেলার সর্বস্তরের মানুষ। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী শিক্ষক মানিকের কাছে ধর্ষণের শিকার হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে পুলিশ।

ভূক্তভোগীর পরিবারের অভিযোগ- বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী এই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে নরপশুর মতো হিংস্র আচরণ করেছেন ওই শিক্ষক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঠ ক রগ ও গণধ ল ই

এছাড়াও পড়ুন:

বাংলা নতুন বছরে ‘খনা’ নাটকের প্রথম মঞ্চায়ন 

মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ৯২তম  মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল রোজ শুক্রবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে।  

খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজো সমান প্রাসঙ্গিক । ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে - তার বড় প্রমাণ যে নাট্যের পদে পদে সেই নাট্যের বর্ণনা আমাদের বলে যে - যে জানে সে মূঢ় নয় মূঢ় সেই যে যে জেনেও বোঝে না কত কম জানা যায়। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক খনা চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা বাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের ।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতাকাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি যা  এই সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৯১ টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ এর শুরুতে ‘খনা’র মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদযাপনেরও উপলক্ষ। এমটিই জানিয়েছে নাট্যদলটি। 

নাটকটিতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, পংকজ মজুমদার, রিশাদুর রহমান রিশাদ, লায়েকা বশীর,  পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, রেওয়াজ, সৃষ্টি, অন্তুসহ অনেকেই। 
 

সম্পর্কিত নিবন্ধ