রাজশাহীতে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম খাইরুল ইসলাম (২৪)। জেলার তানোর উপজেলার সরনজাই কাচারিপাড়া গ্রামে তার বাড়ি। 

রবিবার (৯ মার্চ) ভোররাতে জেলার গোদাগাড়ী উপজেলার কাউপাড়া গ্রাম থেকে খাইরুলকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ২৫ বছর বয়সী এক নারী তাকে ধর্ষণের অভিযোগে গত ৩ মার্চ খাইরুলের বিরুদ্ধে তানোর থানায় মামলা করেন। আগের রাতে খাইরুল তাকে গভীর নলকূপ ঘরের বারান্দায় ধর্ষণ করেন বলে তিনি মামলায় অভিযোগ করেন।

আরো পড়ুন:

বান্দরবানে ধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে চাঁদা না পেয়ে গৃহবধূকে মারধর, মামলা

এই মামলার পর থেকে খাইরুল পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ