কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন কেন উইলিয়ামসন। ১৪ বলে ১১ রানে ফিরলেন উইলিয়ামসন। ১৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড। কুলদীপের শিকার হয়েছেন রাচিন রবীন্দ্রও। বোল্ড হয়ে ফেরার ১ ছক্কা ও ৪ চারে ২৯ বলে ৩৭ রান করেন রবীন্দ্র। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮১ রান। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী ল্যাথাম 

এর আগে ইনিংসের শুরুতে ধীর খেলতে থাকে নিউজিল্যান্ড। প্রথম দিকের কয়েক ওভার ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে সাবধানীভাবে সামলান কিউই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। তবে অষ্টম ওভারে এসে উইল ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বরুন। এলবির ফাঁদে ২৩ বলে ১৫ রান করেন উইল ইয়াং। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন রব ন দ র ন উইল উইক ট উইল য়

এছাড়াও পড়ুন:

দেশের ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ