বরুন চক্রবর্তীর স্পিনে বাঁচলেও কুলদীপে বাঁচতে পারলেন না রাচিন রবীন্দ্র। দুর্দান্ত এক গুগলিতে রাচিনকে থামালেন কুলদীপ। বোল্ড হয়ে ফেরার ১ ছক্কা ও ৪ চারে ২৯ বলে ৩৭ রান করেন রবীন্দ্র। ক্রিজে উইলিয়ামসনের সঙ্গী ড্যারিল মিচেল। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৭৩ রান।

এর আগে ইনিংসের শুরুতে ধীর খেলতে থাকে নিউজিল্যান্ড। প্রথম দিকের কয়েক ওভার ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে সাবধানীভাবে সামলান কিউই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। তবে অষ্টম ওভারে এসে উইল ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বরুন। এলবির ফাঁদে ২৩ বলে ১৫ রান করেন উইল ইয়াং। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন রব ন দ র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরে ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এরই মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হযেছে।

ভাঙচুরের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী, চকবাজার, পাঁচলাইশ, কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোতে কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তারা হলেন- খাইরুল নূর ইসলাম ও মো. তামজীদ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

সোমবার ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে অন্তত ২৫টি সংগঠন মিছিল বের করে। এর মধ্যে মিছিল থেকে নগরের জিইসি এলাকায় কেএফসি, পিৎজা হাট ও ডোমিনোজ পিৎজ্জাসহ পাঁচটি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক। এ ছাড়া নগরের লালখানবাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস, নগরের কাজীর দেউড়িতে খোয়াজা রেস্তোরাঁর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। আসকার দীঘিরপাড়ে একটি দোকানের ফ্রিজ ভাঙচুর করা হয়েছে। চেরাগী পাহাড়ে কেএফসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। আসবাব নষ্ট করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী থানার এসআই মোহাম্মদ জালাল বাদী হয়ে মামলাটি করেন।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী ও চকবাজার থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি’র উপ কমিশনার (দক্ষিণ)। পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সোলাইমান।

সম্পর্কিত নিবন্ধ