বান্দরবানে ধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন
Published: 9th, March 2025 GMT
বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো.
আরো পড়ুন:
ফরিদপুরে চাঁদা না পেয়ে গৃহবধূকে মারধর, মামলা
নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহে সহকর্মীকে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
মামলা সূত্রে জানা যায়, মো. রাশেদের সঙ্গে টেলিফোনে রঙ নম্বরে পরিচয় হয় কিশোরীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ ফোনে কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথা বিশ্বাস করে পরদিন ওই কিশোরী আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে বলেন, তার দেরি হবে এবং তার বন্ধু ওমর ফারুকের সঙ্গে যেন পদুয়ায় আসে।
পদুয়া পৌঁছালে সেখান থেকে কাজীর বাড়িতে যাওয়ার কথা বলে পাহাড়ি পথে জঙ্গল পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যাওয়া হয় কিশোরীকে। সেখানে তারা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এসময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং মো. রাশেদ, মো. কায়ছার ও ওমর ফারুককে আটক করে থানায় হস্থান্তর করেন। পরে কিশোরী বাদী হয়ে বান্দরবান থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মো. কায়ছারকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক।”
ঢাকা/চাইমং/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ন দরব ন
এছাড়াও পড়ুন:
গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক
দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির