কে এই রিয়া গোপ, যার নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স
Published: 9th, March 2025 GMT
গত জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে।
তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ হয়েছে। এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো.
গত বছরের ১৯ জুলাই দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় রিয়া গোপ। কিছুক্ষণ পরই বাসার সামনে হইহল্লা শুরু। এমনটা দেখেই রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে।
নিয়তির কী পরিহাস, মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হাসপাতালে। কিন্তু বাঁচানো গেল না রিয়াকে। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে।
রিয়া গোপউৎস: Prothomalo
কীওয়ার্ড: কমপ ল ক স
এছাড়াও পড়ুন:
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
‘স্কাই ফোর্স’ সিনেমা মুক্তির মাধ্যমে চলতি বছর শুরু করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি এটি। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘কেসারি চ্যাপ্টার টু’। এটি পরিচালনা করেছেন করন সিং ত্যাগী।
চলতি বছর বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার টু’। অর্থাৎ প্রথম দিনে আয় করে মাত্র ৭.৭৫ কোটি রুপি।
গত কয়েক বছর ধরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা। তবে কী ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমাও ব্যর্থ সিনেমার তালিকায় জায়গা পাবে? চলুন তার আগে জেনে নিই ১১ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি—
আরো পড়ুন:
অতীত জেনে মাধুরীকে বিয়ে করিনি: শ্রীরাম নেনে
১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৯.৭৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ১২ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৬.৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৫ কোটি রুপি (নিট), ষষ্ঠ দিনে আয় করে ৩.৬ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৩.৭ কোটি রুপি (নিট)।
অষ্টম দিনে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা ভারতে আয় করে ৪.০৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ৭.১৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ৮.১ কোটি রুপি (নিট), এগারো দিনে আয় করে ২.৭৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ২৭.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮.৫ কোটি রুপি (গ্রস) (বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৫ লাখ টাকার বেশি)।
১৯১৯ সালের ১৩ এপ্রিল ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের ইতিহাসে কালো অধ্যায়। এদিন নিরপরাধ ভারতীয়দের নৃশংসভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। মর্মান্তিক এই ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘কেসারি চ্যাপ্টার টু’ সিনেমা।
এ সিনেমায় শঙ্করণ নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাছাড়াও অভিনয় করেছেন আর মাধবান, অনন্যা পাণ্ডে, রেজিনা প্রমুখ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি।
ঢাকা/শান্ত