দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না ছোট শিশুরাও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এ তালিকায় নাম উঠল নিলয় আলমগীরের। 

সামাজিক মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদন্ড দাবি করেছেন নিলয়। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘ ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার।’ 

এদিকে নিলয়ের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভাই ঠিক বলছেন।’ অন্য একজন লিখেছেন,‘একদম ঠিক এটাই হওয়া উচিত।’ কেউ আবার লিখেছেন ‘বিবেকহীন এই সমাজে প্রকৃত মানুষের বড্ডা অভাব।’এছাড়া অধিকাংশ মানুষই নিলয়ের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন। 
 

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’

হঠাৎ দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে দেশে। একের পর এক ঘটছে নারকীয় ঘটনা। এমন ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে সোচ্চার পুরো  দেশ। সোচ্চার শোবিজের তারকারাও। 

ধর্ষকের বিচার চেয়ে  শনিবার রাস্তায় নেমেছিলেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের বোনদের, ভাইদের—যাঁরা রাত থেকে ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করছেন। টনক কি নড়বে?’

তরুণ গায়ক তাশরিফ খান গান গাওয়ার পাশাপাশি সমাজের নানা ইস্যুতে সোচ্চার থাকেন। নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানান। আজ এই তরুণ গায়ক তাঁর ফেসবুকে লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’

তরুণ অভিনয়শিল্পী যাহের আলভী স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের পথে একজন সাইকেলে, একজন হেঁটে—কিন্তু দুজনেই এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যে।’

সম্পর্কিত নিবন্ধ

  • মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
  • ধর্ষণের বিরুদ্ধে অভিনয় শিল্পীর প্রতিবাদ
  • রোজার দিনে কড়া রোদে দীর্ঘ অপেক্ষা
  • ‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’
  • ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার : নিলয় আলমগীর
  • ‘ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদন্ড হওয়া দরকার’ : নিলয় আলমগীর
  • ‘ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদন্ড হওয়া দরকার : নিলয় আলমগীর
  • নারী নির্যাতনসহ ‘নৈরাজ্যকর’ পরিস্থিতিতে মানুষ চরম উদ্বিগ্ন: মির্জা ফখরুল