ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। ভারতের জয়পুরে বসেছে এবারের আসর। গতকাল ছিল প্রথম দিন। প্রথম রাতে অনুষ্ঠিত হয় ডিজিটাল অ্যাওয়ার্ডস। ওটিটি ফিল্ম, সিরিজ ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হয়।
আইফা ডিজিটালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি স্যানন ও সেরা অভিনেতার ট্রফি জিতেছেন বিক্রান্ত ম্যাসি। চলুন জেনে নিই কারা হলেন এবারের আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড বিজয়ী—
সেরা সিনেমা: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলী (অমর সিং চমকিলা)
আরো পড়ুন:
তিক্ততা ভুলে শহিদকে জড়িয়ে ধরলেন কারিনা (ভিডিও)
ছাবা ঝড়: ২৩ দিনে আয় ১ হাজার কোটির দুয়ারে
সেরা অভিনেত্রী (চলচ্চিত্র): কৃতি স্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (চলচ্চিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র): অনূপ্রিয়া গোয়েনকা (বার্লিন)
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র): দীপক ডোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প (চলচ্চিত্র): কনিকা ঢিলো (দো পাত্তি)
সেরা সিরিজ: পঞ্চায়েত থ্রি
সেরা অভিনেত্রী (সিরিজ): শ্রেয়া চৌধুরী (বন্দিশ বান্ডিটস)
সেরা অভিনেতা (সিরিজ): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত থ্রি)
সেরা পরিচালক (সিরিজ): দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত থ্রি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): সানজিদা শেখ (হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): ফয়সাল মালিক (পঞ্চায়েত থ্রি)
সেরা মৌলিক গল্প (সিরিজ): কোটা ফ্যাক্টরি থ্রি
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দুর্বৃত্তদের কবলে ইবি ছাত্রী, ইজিবাইকসহ মালামাল ছিনতাই
ক্যাম্পাসে আসার সময় সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ছাত্রী জানান, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য তিনি ভোর সাড়ে ৫টার দিকে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়।
তিনি জানান, প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নিয়ে নেয় এবং তাকে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।
আরো পড়ুন:
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইবিতে শাটডাউন কর্মসূচি
গাজায় গণহত্যা: প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর
তিনি আরও জানান, ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে তার কাছে থাকা মোবাইলটি নিতে পারেনি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে বাড়িতে নিয়ে যান।
ওই ছাত্রী বলেন, “আমি সবসময়ই এই রাস্তায় একাই যাতায়াত করি। এর আগে কখনো আমার সঙ্গে এমন ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি। তবে আমি এখন নিরাপদে আছি। থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।”
ঢাকা/তানিম/মেহেদী