ফাইনালের আগে নিউজিল্যান্ডের হাঁড়ির খবর ফাঁস করলেন ভারতের নেট বোলার
Published: 9th, March 2025 GMT
দুবাইয়ে আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত–নিউজিল্যান্ড। একই ভেন্যুতে দুই দল গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল, ৪৪ রানে জিতেছিল ভারত।
ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বড্ড ভুগিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। ১০ উইকেটের ৯টিই নিয়েছিলেন চার স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলরা। শুধু তা–ই নয়; বরুণ–কুলদীপদের সামলাতে তাঁদের ওপর চড়াও হয়ে সব পরিকল্পনা এলোমেলো করে দিতে পারেন উইলিয়ামসনরা। নিউজিল্যান্ডের এই হাঁড়ির খবর ফাঁস করেছেন শাশ্বত তিওয়ারি নামে ভারতেরই এক নেট বোলার!
শাশ্বত তিওয়ারি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। পাশাপাশি ক্রিকেটও খেলেন। সম্প্রতি তিনি ভারত ছেড়ে দুবাইয়ে স্থানান্তরিত হয়েছেন। সেখানে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে কাল নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের নেটে বল করার সুযোগ পেয়েছেন। কিউইরা কীভাবে ফাইনালের বিশেষ প্রস্তুতি সেরেছে, অনুশীলন শেষে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও এএনআইকে তিনি সব বলে দিয়েছেন।
আরও পড়ুনভারত–নিউজিল্যান্ড ফাইনালের ফল ঠিক করে দিতে পারে যে ৫ ‘ফ্যাক্টর’০৭ মার্চ ২০২৫পিটিআইকে শাশ্বত বলেছেন, ‘আমি একজন লেগ স্পিনার ও ডানহাতি ব্যাটসম্যান। আমি একজন ভারতীয় ও সম্প্রতি দুবাইয়ে চলে এসেছি। বর্তমানে আইসিসি একাডেমিতে খেলছি। আজ (কাল রাতে) আমি চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন সেশনে বল করার সুযোগ পেয়েছি। আমি বেশ সৌভাগ্যবান যে গ্লেন ফিলিপসকে বোল্ড করতে পেরেছি। তিনি ভেবেছিলেন, আমি লেগ ব্রেক করব। কিন্তু আমি গুগলি করেছি, যা তিনি বুঝতে পারেননি।’
এএনআইকে শাশ্বত বলেছেন, ‘ভারতের বাঁহাতি স্পিনারদের কীভাবে সামলাবেন, এটা নিয়েই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা নেটে বেশি কাজ করেছেন। আমি বলছি না, তাঁরা স্পিন খেলতে গিয়ে সমস্যায় পড়বেন। তবে ভারতের স্পিন আক্রমণ খুব শক্তিশালী। আমার মনে হয় না, তাঁরা (ভারতের স্পিনারদের) সহজেই সামলাতে পারবেন।’
গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের বড্ড ভুগিয়েছেন ভারতের স্পিনাররা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন ফ ইন ল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে মারা গেলেন গুলশান আরা, ব্রাহ্মণবাড়িয়ায় হবে দাফন
নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন পরিচালক এম রাহিম। তিনি জানান, শ্রদ্ধেয় শুলশান আরা আহমেদ আজ আজ সকালে ইন্তেকাল করেছেন। জংলি আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’
অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
জানা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে। অভিনেত্রীর বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মারা গেছেন অভিনেত্রী। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি।