জীবন সহজ করবে গুগল ক্রোমের এই ৫ এক্সটেনশন
Published: 9th, March 2025 GMT
গ্রামারলি
ইংরেজির ভুল এড়িয়ে ই–মেইল বা অনলাইনে ক্লাস অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে গ্রামারলি বেশ জনপ্রিয়। বিনা মূল্যের এই ক্রোম এক্সটেনশন ব্যবহার করে ইংরেজি ব্যাকরণ ও বানানের ত্রুটি শনাক্ত করা যায়। সেই সঙ্গে ভালো শব্দ ও বাক্য গঠনের পরামর্শও পাওয়া যায়। এই এক্সটেনশনটি ব্রাউজারে যোগ করে নিতে পারেন এই লিংক থেকে।
টুডুইস্টটুডুইস্ট মূলত একটি ‘টাস্ক ম্যানেজমেন্ট’ বা কাজ গুছিয়ে রাখতে সহায়ক ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প, অ্যাসাইনমেন্ট এক জায়গায় সংগঠিত করা যায়। কোন কাজ কতটুকু করা হয়েছে, কী করতে হবে, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে নোটিফিকেশন তৈরির সুযোগও থাকে। কোন বই পড়বেন, কোন নিবন্ধ কতটুকু পড়েছেন, আগামীকাল কী করবেন, কোন কাজ কতটা গুরুত্বপূর্ণ, বন্ধুদের সঙ্গে কাজ ভাগাভাগির তথ্য থেকে শুরু করে কাজের ডেডলাইন মনে করিয়ে দিতে পারে টুডুইস্ট এক্সটেনশন। বিস্তারিত দেখুন এই লিংকে।
নয়েজলিঅনেক সময় আমরা এক কাজে ইন্টারনেট ব্যবহার শুরু করে একটু পর হারিয়ে যাই। কী খুঁজতে এসেছি, আর কী করছি, মনে থাকে না। কাজে মনোযোগ দেওয়ার জন্য নয়েজলি এক্সটেনশন বেশ কার্যকর। পড়ালেখা বা অ্যাসাইনমেন্ট করার সময় এই এক্সটেনশন একধরনের শব্দ তৈরি করে, যা আপনাকে মনোনিবেশ করতে সাহায্য করবে। ইচ্ছা করলে আপনি বৃষ্টি বা ক্যাফের পরিবেশ কিংবা সবুজ কোনো বনের পরিবেশ এই এক্সটেনশন দিয়ে তৈরি করতে পারেন। নয়েজলি ব্রাউজারে যোগ করতে পারেন এই লিংক থেকে।
আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫গুগল ডিকশনারিগুগল ডিকশনারি আরেকটি জনপ্রিয় ক্রোম এক্সটেনশন। এটি ব্যবহার করলে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন পিডিএফ পড়ার সময় কঠিন কঠিন শব্দের অর্থ সহজে বের করতে পারবেন। এই এক্সটেনশন চালু থাকলে শুধু একটি শব্দের অর্থ দেখতে তার ওপর ডাবল ক্লিক করলেই চলবে। গুগল শব্দের অর্থ, উদাহরণসহ দেখিয়ে দেবে। বিস্তারিত দেখুন এই লিংকে।
এভারনোট ওয়েব ক্লিপারআমরা নানা প্রয়োজনে বহু ওয়েবসাইট ভিজিট করি। কোন ওয়েবসাইট কেন ভিজিট করি, অনেক সময় তা মনে রাখতে পারি না। এভারনোট ওয়েব ক্লিপার এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তথ্য আলাদা বুকমার্ক করে রাখতে পারেন। একই সঙ্গে বিভিন্ন আর্টিকেল ও ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ক্লাসের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের জন্য ছবির মতো নানা তথ্য এই এক্সটেনশনের মাধ্যমে সংরক্ষণ করা যায়। বিস্তারিত এই লিংকে।
আরও পড়ুনবিখ্যাত মনোবিজ্ঞানীর মতে, অফিসের যে ৪টি নিয়ম বাতিল করার এখনই সময় ০৬ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য স ইনম ন ট ব যবহ র ন এই ল
এছাড়াও পড়ুন:
ভোলার সাবেক এমপি মুকুলসহ ১৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান কারান্তরীণ নজিবুর রহমান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গতকাল মঙ্গলবার এসব আদেশ দেন।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফিউদ্দিন ও তাঁর পরিবার, মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম ও তাঁর পরিবার, ম্যাক্সগ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ও তাঁর পরিবার এবং তমা গ্রুপের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুলের স্ত্রীর ফ্ল্যাট জব্দ
রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে ইস্পাহানি কলোনির দ্য ওয়েসিসে একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সংশ্লিষ্ট ভবনে তাঁর নামে থাকা দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গতকাল এ আদেশ দেন।