আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন
Published: 9th, March 2025 GMT
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি শ্যানন। দো পাত্তি সিনেমায় অভিনয়ে জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি [সেক্টর ৩৬]। খবর হিন্দুস্তান টাইমসের। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
গত শনিবার জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা ২০২৫। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা রইল। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
দেখে নিন আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পট্টি)
সিরিজ বিভাগ:
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
বিবিধ
সেরা গল্প অরিজিনাল (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস
বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)
আইফা ২০২৫ সম্পর্কে
এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবির জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট, ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। আইকনিক ছবি শোলের ৫০ বছর এবার। তাই বিশেষ উদযাপন হবে।এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তাঁর দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ত শ য নন ত স জন ৩
এছাড়াও পড়ুন:
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
বাংলাদেশের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনকে ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বুধবার (৯ এপ্রিল, ২০২৫) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেছেন, ওয়ালটন টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিত্যনতুন উদ্ভাবনী পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ও হাই-টেক শিল্প খাতে দেশে বিপুল বিনিয়োগ করেছে ওয়ালটন। যেখানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। আমদানি-বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন বাংলাদেশে নতুন নতুন মাইলফলক সৃষ্টি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের ৫০টি দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী দিনে ওয়ালটনকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়েছে। ওয়ালটনকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে ধন্যবাদ।
তিনি আরো বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনে ওয়ালটন সর্বদা কাজ করছে। তাই, চতুর্থ শিল্প বিল্পবের নতুন নতুন যে অটোমেশন প্রযুক্তি আছে, সেগুলোতে বেশি করে বিনিয়োগ করা হচ্ছে। স্থানীয় ও বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচারণা বাড়াতে ব্যাপকভাবে কাজ চলছে। পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তি ও ফিচারের পণ্য উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনেও প্রতিনিয়ত বিনিয়োগ করা হচ্ছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদন প্রক্রিয়া এবং পণ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সংযোজন ঘটানো হচ্ছে। উদ্ভাবনী পণ্য উৎপাদনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি জানান, ওয়ালটন একটি সবুজ ও কার্বন-শূন্য বাংলাদেশ গড়তে সরকারের ভিশনের সঙ্গে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির আলোকেই ইতোমধ্যে গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে নেট মিটারিং নির্দেশিকায় ৬.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প স্থাপন করা হয়েছে এবং আরো ১৩.৫ মেগাওয়াট প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই মুহূর্তে ওয়ালটন শিল্প স্থাপনায় মোট ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার মতো পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে প্রচলিত শক্তির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস, কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় নবায়নযোগ্য শক্তি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা সম্ভব হবে।
গত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ খাতে বিশেষ অবদান এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে আরো বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল বিনিয়োগকারীদের ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ দিয়েছে বিডা।
ঢাকা/একরাম/সাহেল/রফিক