আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী কৃতি শ্যানন
Published: 9th, March 2025 GMT
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি শ্যানন। দো পাত্তি সিনেমায় অভিনয়ে জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি [সেক্টর ৩৬]। খবর হিন্দুস্তান টাইমসের। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
গত শনিবার জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা ২০২৫। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা রইল। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের বহু সিরিজ ও ছবি একাধিক পুরস্কার জিতেছে।
দেখে নিন আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
চলচ্চিত্র বিভাগ
সেরা ছবি: অমর সিং চমকিলা
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): কৃতি শ্যানন (দো পাত্তি)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): বিক্রান্ত ম্যাসি (সেক্টর ৩৬)
সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): অনুপ্রিয়া গোয়েঙ্কা (বার্লিন)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): দীপক দোব্রিয়াল (সেক্টর ৩৬)
সেরা মৌলিক গল্প: কণিকা ধিলোঁ (দো পট্টি)
সিরিজ বিভাগ:
সেরা সিরিজ: পঞ্চায়েত সিজন ৩
সেরা অভিনেতা (প্রধান নারী চরিত্র): শ্রেয়া চৌধুরী (বন্দিশ ব্যান্ডিটস সিজন ২)
সেরা অভিনেতা (প্রধান পুরুষ চরিত্র): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র (পঞ্চায়েত সিজন ৩)
সেরা পার্শ্ব চরিত্র (নারী): সঞ্জিদা শেখ (হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): ফয়সাল মালিক (পঞ্চায়েত সিজন ৩)
বিবিধ
সেরা গল্প অরিজিনাল (সিরিজ): কোটা ফ্যাক্টরি সিজন ৩
সেরা রিয়েলিটি বা নন-স্ক্রিপ্টেড সিরিজ: ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস
সেরা ডকু-সিরিজ বা ডকু ফিল্ম: ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস
বেস্ট টাইটেল ট্র্যাক: ইশক হ্যায়ের জন্য অনুরাগ সাইকিয়া (মিসম্যাচড সিজন ৩)
আইফা ২০২৫ সম্পর্কে
এই আইফা অ্যাওয়ার্ডটি মূলত ওয়েব মাধ্যমের সিরিজ ও ছবির জন্য ছিল। এরপর গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট, ৯ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। আইকনিক ছবি শোলের ৫০ বছর এবার। তাই বিশেষ উদযাপন হবে।এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অন্যদিকে, কারিনা কাপুর খানকে আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। তিনি তাঁর দাদু কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানাবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ত শ য নন ত স জন ৩
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্যর থিঙ্ক বিগ স্কলারশিপ, টিউশন ফি–জীবনযাত্রার খরচসহ মিলবে নানা সুবিধা
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য হলো যুক্তরাজ্য। বিদেশি শিক্ষার্থীরা যে যে দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্য অন্যতম যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য দেয় নানা স্কলারশিপ। এমন স্কলারশিপে মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’। অনলাইনে আবেদন করা যাবে।
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন শিক্ষার্থীরা। তবে মেডিসিন, ডেনটিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ নেই। ‘থিঙ্ক বিগ স্কলারশিপে’ স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর। ‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য অনুদান দেওয়া হয়।
আরও পড়ুনকানাডায় পড়াশোনা: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে টিউশন ফি-চাকরিসহ যেসব খাতে০৫ মার্চ ২০২৫সুযোগ-সুবিধা—স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড দেবে
এ অর্থ শুধু টিউশন ফি’র জন্য ব্যবহার করা যাবে
জীবনযাত্রার খরচের জন্য ৩ হাজার পাউন্ড মিলবে
আবেদনের যোগ্যতা—স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে
একাডেমিক ফলাফল ভালো হতে হবে
টিউশন ফি’র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না
ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫আবেদন প্রক্রিয়া—আগ্রহী প্রার্থীরা আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
*আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৫, যুক্তরাজ্যর সময় সকাল ১০টা
আরও পড়ুনথাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন ০৬ মার্চ ২০২৫