জুলাই অভ্যুত্থানে শহীদ: নবজাতকটি বাবাকে কোনো দিন দেখতে পাবে না
Published: 9th, March 2025 GMT
স্বামী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সুমী আক্তার। তাঁর স্বামী সেলিম তালুকদার জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্বামীর মৃত্যুর সাত মাস পর সুমী আক্তারের কোলজুড়ে এসেছে এক শিশু। সন্তানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সুমী।
ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে গতকাল শনিবার রাত আটটার দিকে সুমী আক্তার কন্যাসন্তানের জন্ম দেন। পরে রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী শহীদ হয়েছেন। তাঁর স্মৃতি হিসেবে এই সন্তানই আমার কাছে রয়ে গেল। আমি চাই, আমার সন্তান যেন কখনো কারও কাছে হাত না পাতে। আমি যত দিন বাঁচব, শহীদ সেলিমের স্ত্রী পরিচয় নিয়েই বাঁচতে চাই।’
নিহত সেলিম তালুকদারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে। গত বছর ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সেলিম। ১৩ দিন পর ৩১ জুলাই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করা সেলিম নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৪ আগস্ট সেলিম তালুকদার ও সুমী আক্তারের হয়।
ছেলে হারানোর শোকে এখনো পাথর মা সেলিনা বেগম। তিনি বলেন, ‘যদি সেলিম বেঁচে থাকত, প্রথম সন্তানের জন্মে কত আনন্দ পেত! কিন্তু সে তা দেখার সুযোগ পেল না।’ তিনি রাষ্ট্রের কাছে সেলিম তালুকদারের যথাযথ স্বীকৃতি ও সম্মাননার দাবি জানান।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘শহীদ সেলিম তালুকদারের পরিবারের জন্য আজ (গতকাল) এক আবেগঘন দিন। সেলিমের এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে তাঁর পরিবারের কল্যাণ ও নবজাতকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।