পুকুরের চার পাড়েই দাঁড়িয়ে আছে বিভিন্ন উচ্চতার নানা ধরনের গাছ। এসব গাছ পুকুরকে ঘিরে এক আরণ্যক মায়া তৈরি করেছে। সূর্য এদিক-ওদিক হেলে পড়লে গাছের ছায়া পড়ছে পুকুরের শান্ত জলে। নারকেল ছাড়া অন্য যত ছোট-মাঝারি আকারের গাছ আছে, তার প্রায় সব কটিই ফুলের গাছ। বিক্ষিপ্তভাবে কিছু গাছে ফুল ফুটছে।

এসব গাছ বেড়ে উঠেছে মৌলভীবাজার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণের পুকুরপাড়ে। শহরকে ফুলে ফুলে সাজিয়ে তোলা, রাঙিয়ে তোলার অংশ হিসেবে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এসব গাছ লাগানো হয়েছে। এখন বসন্তকাল। গাছে গাছে ফাল্গুনের হওয়া, ফাল্গুন প্রকৃতি। শাখা-প্রশাখায় নতুন ফুল ও পাতা এসেছে। এ রকম বসন্ত প্রকৃতিতে পুকুরপাড়ে গাছের ভিড়ে অগ্নিশিখার মতো ফুটেছে ‘রুদ্রপলাশ’। রুদ্রপলাশ এই শহরে নতুন অতিথি। পৌর প্রাঙ্গণের সড়ক দিয়ে আসা-যাওয়ার পথে এখন দেখা মিলছে এ ফুলের।

এ অঞ্চলে পলাশ ফুলেরই খুব একটা দেখা পাওয়া যায় না। সে ক্ষেত্রে রুদ্রপলাশ আরও দুর্লভ একটি গাছ। অন্য সব ফুলের সঙ্গে মৌলভীবাজার পৌরসভার পুকুরপাড়ে এ রুদ্রপলাশের গাছ লাগানো হয়েছে বছর তিন-চার আগে। এর আগে চোখের আড়ালে দু-একটি ফুল ফুটলেও এবারই প্রথম রুদ্রপলাশ অনেকটা আপন চেহারা নিয়ে প্রকাশ পেয়েছে। মৌলভীবাজারের কানাডাপ্রবাসী ফুলপ্রেমিক নুরুর রহমান প্রথম আলোকে জানান, গত বছর এই একই গাছে একটি ফুল ফুটতে তিনি দেখেছিলেন।

মৌলভীবাজার পৌরসভার পুকুরের দক্ষিণ পাড়ের পূর্ব দিকে রুদ্রপলাশের গাছে বেশ কিছু ফুল ফুটেছে। কিছুদিন আগে এই ফুল ফোটা শুরু হয়েছে। গাছটির একেবারের চূড়ার দিকের একটি ডালে একটিমাত্র ফুল ফুটতে দেখা গেছে। ধীরে ধীরে ফুলটি পাপড়ি মেলে অগ্নিশিখার মতো লাল থোকা হয়ে এখন জ্বলে উঠেছে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ডালে আরও কয়েকটি রুদ্রপলাশের ফুল ফুটেছে। গাছের চূড়ার ডালে ডালে, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুলগুলো জ্বলজ্বল করছে।

গতকাল শনিবার সকালে দেখা গেছে, রোদে ফুলগুলো জ্বলন্ত মশালের শিখার মতো লাগছে। দূর থেকে হঠাৎ মনে হয়, সবুজের ভেতর বিক্ষিপ্ত কিছু অগ্নিশিখা অবিরাম জ্বলছে। বেশকিছু নতুন কুঁড়িও দেখা গেছে কয়েকটি ডালে। এরাও যেকোনো মুহূর্তে ফুটবে। রুদ্রপলাশ পাখিদের একটি পছন্দের ফুল। একটি বুলবুলি সেই ফুলে এসে বসছে, এক ফুল থেকে আরেক ফুলে ছুটছে।

ফুলটির নাম রুদ্রপলাশ হলেও এটি পরিচিত পলাশ ফুল নয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান। 

সম্পর্কিত নিবন্ধ