তেঁতুলিয়া সীমান্ত থেকে ভারতের নাগরিক গ্রেপ্তার
Published: 9th, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশের অভিযোগে সতীশ রায় (৪২) নামের ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ৪৩৬ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব থেকে প্রায় ৩০০ গজ দূরে মাঝিপাড়া-টয়াগছ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে বিজিবি।
পরে গতকাল রাতে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানার পুলিশে হস্তান্তর করে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সতীশ রায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবীন রায়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দিনমজুরের কাজ করার জন্য তিনি কয়েক দিন ধরে বাংলাদেশে আছেন।
ওই ঘটনায় গতকাল রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতীশ রায় নামের ওই ভারতীয় নাগরিক মাঝিপাড়া-টয়াগছ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন বলে সংবাদ পায় বিজিবি। পরে মাঝিপাড়া বিওপির টহলরত সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি ১৫ থেকে ২০ দিন আগে দিনমজুর হিসেবে কাজ করতে বাংলাদেশে আসেন। এর আগেও তিনি বাংলাদেশে দিনমজুর হিসেবে কাজ করে আবার ভারতে ফিরেছিলেন। পরে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আজ সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বিজিবির হস্তান্তর করা ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
পিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সভা শুরু হয়। সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৫ ঘণ্টা আগেএর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।