তেঁতুলিয়া সীমান্ত থেকে ভারতের নাগরিক গ্রেপ্তার
Published: 9th, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশের অভিযোগে সতীশ রায় (৪২) নামের ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ৪৩৬ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব থেকে প্রায় ৩০০ গজ দূরে মাঝিপাড়া-টয়াগছ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে বিজিবি।
পরে গতকাল রাতে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানার পুলিশে হস্তান্তর করে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সতীশ রায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবীন রায়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দিনমজুরের কাজ করার জন্য তিনি কয়েক দিন ধরে বাংলাদেশে আছেন।
ওই ঘটনায় গতকাল রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতীশ রায় নামের ওই ভারতীয় নাগরিক মাঝিপাড়া-টয়াগছ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন বলে সংবাদ পায় বিজিবি। পরে মাঝিপাড়া বিওপির টহলরত সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি ১৫ থেকে ২০ দিন আগে দিনমজুর হিসেবে কাজ করতে বাংলাদেশে আসেন। এর আগেও তিনি বাংলাদেশে দিনমজুর হিসেবে কাজ করে আবার ভারতে ফিরেছিলেন। পরে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আজ সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বিজিবির হস্তান্তর করা ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে ভূমি অফিসে বিশেষ সেবা বুথ চালু
বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে মাসব্যাপী বিশেষ সেবা বুথ চালু হয়েছে। রোববার উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে বিশেষ সেবা বুথের কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন।
পরিদর্শনকালে ভূমি সেবা নিতে আসা বিভিন্ন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, বিশেষ ভূমিসেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি উন্নয়ন কর আদায় এবং ভূমিবিষয়ক যে কোনো সমস্যার সমাধান প্রদান করা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, ভূমি-সংক্রান্ত বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। তিনি ভূমিসেবা পেতে দালাল বাদ দিয়ে প্রত্যেক সেবাপ্রত্যাশীকে সরাসরি আবেদন করার আহ্বান জানান।