Prothomalo:
2025-03-09@19:53:52 GMT

ভাবুক কেন গাধার পিঠে

Published: 9th, March 2025 GMT

চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় উৎসুক লোকজনের জটলা। সবাই তাকিয়ে একটা পরিত্যক্ত ভবনের দেয়ালের দিকে। কেউ কেউ ছবিও তুলছিলেন। শিরীষতলার মাঠের শেষ প্রান্তে বিশাল রেইনট্রিগাছের পেছনে রেলওয়ের পরিত্যক্ত একতলা অফিস ভবন। তার দেয়ালে শোভা পাচ্ছে একটা গ্রাফিতি। ২০ ফুট লম্বা আর প্রায় ১২ ফুট উঁচু সাদা রঙের প্রলেপ দেওয়া দেয়াল। সেখানে একটা গাধার পিঠে গালে হাত দিয়ে বসে আছেন একজন ‘ভাবুক’। ‘ভাবুকটি’ আবার যে-সে নয়। বিখ্যাত ফরাসি ভাস্কর আগুস্ত রোদ্যাঁর (১২ নভেম্বর ১৮৪০—১৭ নভেম্বর ১৯১৭) ‘দ্য থিংকার’ ভাস্কর্যের প্রতিরূপ। ছবির পেছনে রোমান হরফে একটা লোগো ‘হবেকি’ (HOBEKI?)।

গতকাল শনিবার সকালে শিরীষতলায় হাঁটতে আসা লোকজনের মুখে মুখে ফিরছিল নতুন এই গ্রাফিতির কথা। ২০১৭ সালে ঢাকার বিভিন্ন দেয়ালে ‘সুবোধ’ শিরোনামের গ্রাফিতি সারা দেশে শিল্পবোদ্ধা এবং রাজনীতিসচেতন মানুষের নজর কাড়ে। সুবোধ সিরিজের প্রতিটি গ্রাফিতির সঙ্গেই দেওয়া হয়েছিল হবেকি (HOBEKI?) লোগো।

ঢাকার পর হবেকি লোগোযুক্ত গ্রাফিতি প্রথমবারের মতো চট্টগ্রামে দেখা গেল। এখানকার শিল্পী ও শিল্পবোদ্ধারা বলছেন, ঢাকার দেয়ালে আঁকা ‘সুবোধ’ আর চট্টগ্রামের সিআরবির দেয়ালে আঁকা ‘ভাবুকের’ ছবি একই শিল্পীর আঁকা। গ্রাফিতি শিল্পীদের রীতি অনুযায়ী এসব শিল্পকর্মের স্রষ্টাও নিজের নাম গোপন রেখেছেন।

বরাবরের মতোই গভীর সমাজভাবনা ও রাজনৈতিক বক্তব্য নিয়ে হাজির হয়েছে হবেকির সর্বশেষ এই গ্রাফিতি। সেটা কীভাবে? ‘থিংকার’ বা ‘ভাবুক’ ভাস্কর্যের ব্যবহারেই তার ইঙ্গিত রয়েছে। বিখ্যাত এই ভাস্কর্য জ্ঞান বা দর্শনের রূপক হিসেবে পরিচিত বিশ্বজুড়ে। একই সঙ্গে বুদ্ধিজীবীদেরও প্রতীক এটি।

তাই গাধার পিঠে দেশের বুদ্ধিজীবীদের বসিয়ে ভিন্ন এক তাৎপর্য আনতে চেয়েছেন শিল্পী। তীব্র বিদ্রূপে ভরা এই চিত্রে দেখানো হয়েছে সূক্ষ্ম চিন্তার অধিকারী লোকজন বস্তুত বসে আছেন গাধার পিঠে। অর্থাৎ ‘ভাবুকদের’ ভরসা গাধার বুদ্ধির ওপর, গাধা যেখানে নিয়ে যাবে, সেটিই তাদের গন্তব্য।

চট্টগ্রামের দেয়ালে হবেকির এটিই প্রথম গ্রাফিতি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ভাস্কর অলক রায়। নতুন এই গ্রাফিতিকে দেশের শিল্পজগতের একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করেন তিনি। গ্রাফিতির বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে অলোক রায় বলেন, বর্তমানে দেশের দিশাহীন বুদ্ধিবৃত্তিক জগৎকে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। দেশ যেদিকে যাচ্ছে যাক, ভাবুকেরা ভাবনায় নিমজ্জিত। কোনো ক্রিয়াশীলতা নেই।

সিআরবি এলাকার শিরীষতলায় নিয়মিত আসেন, এমন লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেল, শুক্রবার সকাল থেকে দেয়ালে দেখা যাচ্ছে এই ছবি। তাঁরা মনে করছেন, বৃহস্পতিবার গভীর রাতে এই ছবি আঁকা হয়েছে। বিশাল রেইনট্রির পটভূমি ও পেছনের আকাশের কারণে নতুন এই গ্রাফিতির সৌন্দর্য বেড়ে গেছে অনেকখানি। শিরীষতলায় এলে দূর থেকেই চোখে পড়ছে দেয়ালজোড়া এই শিল্পকর্ম।

চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জিহান করিম জানালেন, যুক্তরাজ্যের বিখ্যাত গ্রাফিতিশিল্পী ব্যাঙ্কসির মতোই স্ট্যানসিলে আঁকা হয়েছে গ্রাফিতিটি। এটি ভীষণভাবেই সমাজ ও রাজনৈতিক ভাবনাযুক্ত একটি স্ট্রিট আর্ট। চট্টগ্রামের মতো শহরের জন্য এটি মূল্যবান একটি শিল্পকর্ম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই গ র ফ ত ভ স কর

এছাড়াও পড়ুন:

ভাবুক কেন গাধার পিঠে

চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় উৎসুক লোকজনের জটলা। সবাই তাকিয়ে একটা পরিত্যক্ত ভবনের দেয়ালের দিকে। কেউ কেউ ছবিও তুলছিলেন। শিরীষতলার মাঠের শেষ প্রান্তে বিশাল রেইনট্রিগাছের পেছনে রেলওয়ের পরিত্যক্ত একতলা অফিস ভবন। তার দেয়ালে শোভা পাচ্ছে একটা গ্রাফিতি। ২০ ফুট লম্বা আর প্রায় ১২ ফুট উঁচু সাদা রঙের প্রলেপ দেওয়া দেয়াল। সেখানে একটা গাধার পিঠে গালে হাত দিয়ে বসে আছেন একজন ‘ভাবুক’। ‘ভাবুকটি’ আবার যে-সে নয়। বিখ্যাত ফরাসি ভাস্কর আগুস্ত রোদ্যাঁর (১২ নভেম্বর ১৮৪০—১৭ নভেম্বর ১৯১৭) ‘দ্য থিংকার’ ভাস্কর্যের প্রতিরূপ। ছবির পেছনে রোমান হরফে একটা লোগো ‘হবেকি’ (HOBEKI?)।

গতকাল শনিবার সকালে শিরীষতলায় হাঁটতে আসা লোকজনের মুখে মুখে ফিরছিল নতুন এই গ্রাফিতির কথা। ২০১৭ সালে ঢাকার বিভিন্ন দেয়ালে ‘সুবোধ’ শিরোনামের গ্রাফিতি সারা দেশে শিল্পবোদ্ধা এবং রাজনীতিসচেতন মানুষের নজর কাড়ে। সুবোধ সিরিজের প্রতিটি গ্রাফিতির সঙ্গেই দেওয়া হয়েছিল হবেকি (HOBEKI?) লোগো।

ঢাকার পর হবেকি লোগোযুক্ত গ্রাফিতি প্রথমবারের মতো চট্টগ্রামে দেখা গেল। এখানকার শিল্পী ও শিল্পবোদ্ধারা বলছেন, ঢাকার দেয়ালে আঁকা ‘সুবোধ’ আর চট্টগ্রামের সিআরবির দেয়ালে আঁকা ‘ভাবুকের’ ছবি একই শিল্পীর আঁকা। গ্রাফিতি শিল্পীদের রীতি অনুযায়ী এসব শিল্পকর্মের স্রষ্টাও নিজের নাম গোপন রেখেছেন।

বরাবরের মতোই গভীর সমাজভাবনা ও রাজনৈতিক বক্তব্য নিয়ে হাজির হয়েছে হবেকির সর্বশেষ এই গ্রাফিতি। সেটা কীভাবে? ‘থিংকার’ বা ‘ভাবুক’ ভাস্কর্যের ব্যবহারেই তার ইঙ্গিত রয়েছে। বিখ্যাত এই ভাস্কর্য জ্ঞান বা দর্শনের রূপক হিসেবে পরিচিত বিশ্বজুড়ে। একই সঙ্গে বুদ্ধিজীবীদেরও প্রতীক এটি।

তাই গাধার পিঠে দেশের বুদ্ধিজীবীদের বসিয়ে ভিন্ন এক তাৎপর্য আনতে চেয়েছেন শিল্পী। তীব্র বিদ্রূপে ভরা এই চিত্রে দেখানো হয়েছে সূক্ষ্ম চিন্তার অধিকারী লোকজন বস্তুত বসে আছেন গাধার পিঠে। অর্থাৎ ‘ভাবুকদের’ ভরসা গাধার বুদ্ধির ওপর, গাধা যেখানে নিয়ে যাবে, সেটিই তাদের গন্তব্য।

চট্টগ্রামের দেয়ালে হবেকির এটিই প্রথম গ্রাফিতি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ভাস্কর অলক রায়। নতুন এই গ্রাফিতিকে দেশের শিল্পজগতের একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করেন তিনি। গ্রাফিতির বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে অলোক রায় বলেন, বর্তমানে দেশের দিশাহীন বুদ্ধিবৃত্তিক জগৎকে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। দেশ যেদিকে যাচ্ছে যাক, ভাবুকেরা ভাবনায় নিমজ্জিত। কোনো ক্রিয়াশীলতা নেই।

সিআরবি এলাকার শিরীষতলায় নিয়মিত আসেন, এমন লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেল, শুক্রবার সকাল থেকে দেয়ালে দেখা যাচ্ছে এই ছবি। তাঁরা মনে করছেন, বৃহস্পতিবার গভীর রাতে এই ছবি আঁকা হয়েছে। বিশাল রেইনট্রির পটভূমি ও পেছনের আকাশের কারণে নতুন এই গ্রাফিতির সৌন্দর্য বেড়ে গেছে অনেকখানি। শিরীষতলায় এলে দূর থেকেই চোখে পড়ছে দেয়ালজোড়া এই শিল্পকর্ম।

চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জিহান করিম জানালেন, যুক্তরাজ্যের বিখ্যাত গ্রাফিতিশিল্পী ব্যাঙ্কসির মতোই স্ট্যানসিলে আঁকা হয়েছে গ্রাফিতিটি। এটি ভীষণভাবেই সমাজ ও রাজনৈতিক ভাবনাযুক্ত একটি স্ট্রিট আর্ট। চট্টগ্রামের মতো শহরের জন্য এটি মূল্যবান একটি শিল্পকর্ম।

সম্পর্কিত নিবন্ধ