রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইসিএসসি), পূর্ণকালীন দুই বছর মেয়াদে এমফিল ও তিন বছর মেয়াদে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এর আগে ২৭ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ সময়।

জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষকেরা এমফিলের জন্য ১৫ হাজার টাকা এবং পিএইচডির জন্য ২০ হাজার টাকা মাসিক ফেলোশিপ পাবেন। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীকে এমফিল কোর্সে গবেষণার জন্য এক বছর এবং পিএইচডির জন্য দুই বছরের ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

এমফিলে ভর্তির যোগ্যতা: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে।

১.


প্রার্থীর অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ অন্যটিতে নাম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতর্থ বিষয়সহ জিপিএ–৩.৭৫ থাকতে হবে;

আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫

২.
বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগগুলোয় শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএসসি (অনার্স) বিএসসি এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ–৪ স্কেলের মধ্যে উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে
অথবা

এমবিবিএস/বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ডিভিএম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিডিপিএ কেসের মধ্যে ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে।

৩. যেসব প্রার্থী ওপরের বর্ণিত উপধারা ১ ও ২-এর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ করেন না, তারা এমফিলে আবেদন করতে পারবেন, যদি তাদের ডিগ্রি পর্যায়ে—

(ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

অথবা

আরও পড়ুনগুচ্ছে এবার ১৯ বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু, আছে দ্বিতীয়বারের সুযোগ, জেনে নিন বিস্তারিত০৫ মার্চ ২০২৫

(খ) স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিকে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(গ) কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে তিন বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে বিষয়ভিত্তিক ন্যূনতম দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকে।

পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতা—

জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়।

১. প্রার্থীর এমফিল উপধারা (১) ও (২)-এর ভর্তির যোগ্যতাসহ অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রিপ্রাপ্ত পিএইচডিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা নিতে পারবেন।

২. এমফিল বিভিন্ন উপধারা (১) ও (২)-এর শিক্ষাগত যোগ্যতাসহ (ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
(খ) স্নাতক/স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(গ) কোন স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন জমা দিতে পারবেন। তবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ–৩.২৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং আবেদনের বিস্তারিত জানতে পোর্টালের ভর্তি অপশন হতে M.Phil অথবা Ph.D নির্বাচন করুন। সব তথ্য পূরণের পর আবেনদকারীকে এই পোর্টালের পছন্দনীয় অপশনের মাধ্যমে দুই হাজার পঞ্চাশ টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র দাখিল সম্পন্ন হবে না।

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫

অনলাইনে আবেদন জমার পর আবেদনকারীকে পূরণকৃত ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট কপিতে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ, মার্কস সার্টিফিকেট ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে অবশ্যই আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে পোস্টাল মেইল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মো. আবু বকর সিদ্দিক, সচিব (ভারপ্রাপ্ত), রুম # ৪৪১, (৩য় তলা), ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস, স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।

আবেদনের পাঠানোর শেষ দিন: ১০ মার্চ, ২০২৫

বিস্তারিত দেখুন এখানে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব সরক র ন য নতম ত ন বছর প এইচড প রব ন পর য য য গ যত র জন য ন করত সমম ন

এছাড়াও পড়ুন:

তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা

বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।

কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে

*মাসে মাসে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে

পিএইচডিতে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

*মাসে মাসে মিলবে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ

*ল্যাপটপ সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

দরকারি কাগজপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

*রেফারেন্স লেটার

*ক্ষেত্র–সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন

*তিনটি প্রবন্ধ থাকতে হবে

*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ

*পারিবারিক আয়ের প্রমাণপত্র

*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)

আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫আবেদনের পদ্ধতি—

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

১৫ মে ২০২৫

আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের পর বিক্রি বেড়েছে প্রযুক্তিপণ্যের বাজারে, দামও অপরিবর্তিত রয়েছে
  • খুলনা ওয়াসায় চাকরি, বেতন ছাড়াও আছে সার্বক্ষণিক গাড়ির সুবিধা
  • তুরস্কের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি–মাসিক উপবৃত্তি–আবাসন–স্বাস্থ্যবিমা সুবিধা