কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৯০ পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল
Published: 9th, March 2025 GMT
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিভিন্ন পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হলো।
আরও পড়ুনদেশে–বিদেশে পড়াশোনা শেষে ইন্টেলে চাকরি পেলেন হাসান উল বান্না, বেতন বছরে দুই কোটি০৬ মার্চ ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেজিডিসিএলের রাজস্ব খাতভুক্ত ১৭ ধরনের ৯০টি শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো। ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি শিগগিরই পেট্রোবাংলা ও কেজিডিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হ ত ম খ ক পর ক ষ
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার শিকড় গ্রামের ভ্যানচালক নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ভ্যানে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে সঙ্গে নিয়ে শিকড় গ্রামে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি বিকল হয়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নুর আলম নিহত হন। মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।