কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৯০ পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল
Published: 9th, March 2025 GMT
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিভিন্ন পদের গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করা হলো।
আরও পড়ুনদেশে–বিদেশে পড়াশোনা শেষে ইন্টেলে চাকরি পেলেন হাসান উল বান্না, বেতন বছরে দুই কোটি০৬ মার্চ ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেজিডিসিএলের রাজস্ব খাতভুক্ত ১৭ ধরনের ৯০টি শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো। ইতিপূর্বে গৃহীত মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগে অংশ নেওয়া প্রার্থীদের আবার মৌখিক পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি শিগগিরই পেট্রোবাংলা ও কেজিডিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হ ত ম খ ক পর ক ষ
এছাড়াও পড়ুন:
ঢাকায় জামালপুর সাংবাদিক ফোরামের কমিটি
ঢাকায় কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফোরাম সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম মনিরুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সোহেল আহসান।
জামালপুর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের উপসম্পাদক আহমেদ দীপু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক গোলাম মওলা ও শাহনেওয়াজ খান।
নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক আজাদ (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা (বাংলানিউজ), সাংগঠনিক সম্পাদক খালিদ আহসান (বিটিভি), অর্থ সম্পাদক শওকত আলী পলাশ (বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসনাত নাঈম (ঢাকা পোস্ট) এবং দপ্তর সম্পাদক ফজলে রাব্বী সৌরভ (নিউজ২৪)।
এ ছাড়া ফোরামের নির্বাহী সদস্য পদে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আফজাল বারী (আপন দেশ), মোহাম্মদ আবু সাঈদ (বাসস), উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ), মাজহারুল আনোয়ার খান শিপু (বাসস), শাহিদুর রহমান শাহিদ (দৈনিক জনতা) এবং সজীব আহমেদ হেলাল (এনটিভি)।