দেখতে দেখতে শেষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের। আজ রোববার (০৮ মার্চ, ২০২৫) বিকেলে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। তার আগে চলুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের সামগ্রিক পারফরম্যান্স কেমন।

:: ভারতের রেকর্ড ::

আইসিসি নকআউট ট্রফি-২০০০:
পারফরম্যান্স: রানার্স-আপ। ভারত ফাইনালে পৌঁছালেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

আরো পড়ুন:

ভারতীয় ড্রেসিংরুমে রোহিতের অবসর নিয়ে ‘আলোচনা নেই’

নিউ জিল্যান্ডের প্রেরণা নাইরোবির স্মৃতি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০২:
পারফরম্যান্স: যৌথ চ্যাম্পিয়ন (শ্রীলঙ্কার সঙ্গে)। ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয় এবং ভারত ও শ্রীলঙ্কাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০৪:
পারফরম্যান্স: গ্রুপপর্ব থেকে বিদায় (নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ)।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০৬:
পারফরম্যান্স: গ্রুপপর্ব থেকে বিদায় (নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ)।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৩:
পারফরম্যান্স: চ্যাম্পিয়ন। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে আসে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭:
পারফরম্যান্স: রানার-আপ। ভারত ফাইনালে পৌঁছালেও পাকিস্তানের কাছে পরাজিত হয়।

:: নিউ জিল্যান্ডের রেকর্ড ::

আইসিসি নকআউট ট্রফি-২০০০:
পারফরম্যান্স: ফাইনাল এবং চ্যাম্পিয়ন। ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় নিউ জিল্যান্ড।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০২:
পারফরম্যান্স: গ্রুপপর্ব থেকে বিদায় (নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ)।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০৪:
পারফরম্যান্স: সেমিফাইনাল। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় নিউ জিল্যান্ড।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০০৬:
পারফরম্যান্স: রানার-আপ। নিউ জিল্যান্ড ফাইনালে পৌঁছালেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৩:
পারফরম্যান্স: গ্রুপপর্ব থেকে বিদায় (নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ)

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০১৭:
পারফরম্যান্স: সেমিফাইনাল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয়।

সারসংক্ষেপ:
ভারত একাধিকবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে পৌঁছেছে এবং ২০১৩ সালে একবার শিরোপা জিতেছে।

নিউ জিল্যান্ডও একাধিকবার নকআউট পর্বে খেলেছে, তবে তারা কখনও ট্রফি জিততে পারেনি। তাদের সেরা ফলাফল ছিল ২০০৬ সালে রানার-আপ হওয়া এবং বিভিন্ন আসরে সেমিফাইনাল খেলা। উল্লেখ্য, ২০০০ সালে তারা ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। তবে তখন এটার নাম ছিল আইসিসি নকআউট ট্রফি।

ঢাকা/আমিনুল/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র পপর ব থ ক প রফরম য ন স স ম ফ ইন ল আইস স

এছাড়াও পড়ুন:

অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর

বোলিংয়ে ৪ উইকেট। ব্যাটিংয়ে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে তাইবুর রহমান জেতালেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সোমবার (৭ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে সুপার লিগের পথে একটু এগিয়ে গেল অগ্রণী ব্যাংক।

লিগে নয় ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। তিনটি ম্যাচ হেরেছে তারা। অন্যদিকে ভালো অবস্থানে নেই ব্রাদার্স। সমান ম্যাচে এটি তাদের সপ্তম হার। শেষ দুই রাউন্ডে জয় না পেলে অবনমন লিগ খেলতে হতে পারে তাদেরকে।

আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৩৮ রান করে। জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক ৪৮.৪ ওভারে জয় তুলে নেয়। ছোট পুঁজি নিয়েও ব্রাদার্সের বোলাররা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি।

আরো পড়ুন:

অমিত-মজিদে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়

যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তাইবুর ছয়ে নেমে ৪৫ বলে ১ চারে ৩৫ রান করেন। তার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাতে নামা শুভাগত হোম। ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম ৪৪, ইমরানউজ্জামান ২১ ও অমিত হাসান ২৫ রান করেন। মিডল অর্ডারে মার্শালের ব্যাট থেকে আসে ৪১ রান।

বোলিংয়ে তাইবুর ছিলেন দলের সেরা। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন রুয়েল মিয়া ও আরিফ আহমেদ।

অভিজ্ঞ অলোক কাপালি ব্রাদার্সের হয়ে হাল ধরেছিলেন শেষ দিকে ব্যাটিংয়ে নেমে। ৫৭ বলে ৫৮ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। ৪৪ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। ৩৩ করেন আইচ মোল্লা। তারা কেউই ভালো শুরুর পর থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সোহাগ গাজীও শেষ দিকে ৩৪ রান যোগ করে পুঁজি বড় করতে রাখেন অবদান।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ও কন্যা’ গায়ক সোহাগ এখন লড়ছেন গানের মালিকানা নিয়ে
  • আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
  • আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
  • ৩১ ইনিংসে নেই সেঞ্চুরির জুটি,শুরুর হাল ধরবেন কে?
  • একের পর এক ছক্কা মারার রহস্য জানালেন পুরান
  • সামনের মৌসুমে ইপিএলের ৫ দল চ্যাম্পিয়নস লিগে
  • কোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর
  • আন্তঃপ্রজন্ম স্বনির্ভর সংগঠন
  • অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর
  • ২৫ বছর আগের ক্রিকেট–কাঁপানো সেই কেলেঙ্কারি