বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক
Published: 9th, March 2025 GMT
বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
তিনি জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।
তিনি বলেন, “স্টারলিংক বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে, উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলামুক্ত রিলায়েবল এবং হাইস্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে। এটি নিরবচ্ছিন্ন সেবা এবং উচ্চমান কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দেবে। যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো লোডশেডিংয়ের সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে। আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটা বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখব।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা মাস্ককে জানান, এই সফরে মাস্ক বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড.
গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপ হয়, যেখানে তারা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্টারলিংক সেবা বাংলাদেশে চালুর অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা।
ঢাকা/হাসান/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসলামী আন্দোলন বন্দর দক্ষিণের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা
বন্দর শাহী মসজিদ আল কারীম মাদরাসায় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর ২০২৫-২৬ সেশনের নবগঠিত ৩৫ সদস্য পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারী মুহা.সুলতান মাহমুদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন।
২০২৫-২৬ সেশনের নবগঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর পূর্নাঙ্গ কমিটি।
সভাপতি: হাজী আবুল হাশেম, সহ-সভাপতি: মুহাম্মদ মোস্তফা কামাল, সহ-সভাপতিঃ মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, সহ-সভাপতিঃ মুহাম্মদ, খলিলুর রহমান, সেক্রেটারিঃ মুহাম্মদ মাঈনুদ্দিন, জয়েন্ট সেক্রেটারিঃ মুহাম্মদ বদিউজ জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারিঃ মুহাম্মদ আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ সালমান সাকিল, প্রচার ও দাওয়াহ্ বি. সম্পাদকঃ মুহাম্মাদ আমির হোসাইন, দপ্তর সম্পাদকঃ মুহাম্মদ মিজানুর রহমান, অর্থ ও প্রকাশনা বি. সম্পাদকঃমুহাম্মাদ তারিক হাসান, প্রশিক্ষণ সম্পাদকঃ মুফতি আব্দুল আলিম, ছাত্র ও যুব বি. সম্পাদকঃ মুহাম্মদ ইমাম হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বি. সম্পাদকঃ মাওলানা আমির হোসাইন ফারুকী, আইন ও মানবাধিকার বি. সম্পাদকঃ কে এম শাকিল আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ সানোয়ার হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদকঃ মুহাম্মদ হাবিব গাজী, ত্রাণ ও সমাজ কল্যাণ বি. সম্পাদকঃ মাওলানা খোরশেদ আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ আবু তাহের, সংখ্যালঘু বিষয়ক সম্পাদকঃ মুহা. রাজু আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ কবির হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ আলহাজ্ব ইব্রাহিম সুজন, সহ-সাংগঠনিক সম্পাদকঃমাওলানা আব্দুল মালেক, সহ-প্রচারক ও দাওয়াহ্ বি. সম্পাদকঃ মুহা. রিপন, সহ-দপ্তর সম্পাদকঃ মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদকঃ কাজী আব্দুল মজিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদকঃমুহা,গিয়াসউদ্দিন, সদস্যঃ হাজী শাহ আলী, সদস্যঃমুহা. আশিক হোসেন, সদস্যঃ জনাব মুহা. আশরাফ, সদস্যঃ জনাব মুহাম্মদ মহিউদ্দিন, সদস্যঃ জনাব হাজী মুহাম্মদ মিজান, সদস্যঃ জনাব মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্যঃ জনাব মুহাম্মদ আব্দুল জব্বার, সদস্যঃ জনাব মুহা. মাসুদ রানা।