বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত
Published: 9th, March 2025 GMT
খেলা শুরু হতে তখন বাকি ছিল ২০ মিনিট। হাজার হাজার দর্শকে ভর্তি গ্যালারি। দুই দলের ফুটবলাররা ম্যাচের আগে গা গরম করতে না আসায় তৈরি হয় ধোঁয়াশা।
এমন সময়ে ঘোষণা আসে বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তাই ওসাসুনার বিপক্ষে গতকাল রাতে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়।
৫৩ বছর বয়সী মিনারো গার্সিয়া ২০১৭ সাল থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন। মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আজ (কাল স্থানীয় সময়) সন্ধ্যায় আমাদের প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মৃত্যুবরণ করেছেন। এই দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে ম্যাচটির নতুন সূচি নির্ধারণ করা হবে। এই কঠিন সময়ে ক্লাব বোর্ড, খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এক সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান, তখনই তারা এই খবর জানতে পারেন। ম্যাচ স্থগিতের বিষয়ে পুরো দল একমত হয়। এরপর বার্সেলোনা কর্তৃপক্ষ লা লিগার সঙ্গে যোগাযোগ করলে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসে দ্রুতই।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এক দুঃস্বপ্নের মধ্যে আছি। কার্লেস সবার প্রিয় ছিলেন। বুঝতেই পারছেন আমরা সবাই শোকাহত।’
বার্সেলোনার খেলোয়াড়দের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। মিডফিল্ডার দানি ওলমো লেখেন, ‘যা হয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কার্লেস, শুধু এই বছর নয়, আমার পুরো ক্যারিয়ার জুড়েই তুমি আমাকে সাহায্য করেছ।’
মিডফিল্ডার গাভি ইনস্টাগ্রামে লিখেন, ‘চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, ডাক্তার।’
ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ‘এক্স’-এ লেখেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। শান্তিতে ঘুমাও, ডাক্তার। তোমার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা।’
এখনো ম্যাচটির নতুন তারিখ ঘোষণা করা হয়নি। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (১০ এপ্রিল ২০২৫)
ছবি: জাহিদুল করিম