মেসি কেন তাঁর সঙ্গে তিন মাস কথা বলেননি, জানালেন আর্জেন্টাইন সতীর্থ
Published: 9th, March 2025 GMT
সতীর্থদের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক বরাবরই উষ্ণ। সতীর্থদেরও বিভিন্ন সময় মেসির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। কিন্তু সেই মেসিই নাকি জাতীয় দল ও ক্লাবের এক সতীর্থের সঙ্গে কথা বলেননি তিন মাস। মেসির সেই সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচকে ঘিরে তৈরি হওয়া সমস্যার কারণে মূলত কথা বন্ধ ছিল দুজনের।
মেসি ও পারেদেস একসঙ্গে জাতীয় দল আর্জেন্টিনার পাশাপাশি পিএসজিতেও জুটি বেঁধে খেলেছেন। তবে কথা না বলার ঘটনাটি ঘটেছে মেসি যখন বার্সেলোনায় এবং পারেদেস যখন পিএসজিতে ছিলেন তখন।
২০২১ সালে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে বার্সাকে ৪-১ গোলে হারায় পিএসজি। এরপর দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয় ১-১ গোলে। সে ম্যাচে পারেদেসের করা একটি মন্তব্য এসেছিল মেসির কানে এবং সেই মন্তব্য শুনে সতীর্থকে ভুল বুঝেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি মেসির সঙ্গে ঘটা সেই ঘটনার খোলাসা করেছেন পারেদেস নিজেই।
আরও পড়ুনমেসির অনুপস্থিতি কি আর্জেন্টিনার জন্য বিপদের আগাম সংকেত ০৭ মার্চ ২০২৫এখন এএস রোমায় খেলা এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা সে সময় কথা না বলে তিন মাস কাটিয়েছিলাম। খুবই বাজে সময় ছিল সেটি। আমি পরের দিনই তাকে বার্তা দিই, ১৫ দিন পর আবার বার্তা দিই। আমি তাকে বলি, “এটা তোমাকে নিয়ে ছিল না। বিষয়টি মোটেই আঘাত করার জন্য ছিল না।” সে কোনো উত্তর দেয়নি। তিন মাস সে কোনো উত্তর দেয়নি।’
উত্তর না দিয়ে তিন মাস অপেক্ষায় রাখার পর কীভাবে মেসির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়, সেই বর্ণনাও দিয়েছেন পারেদেস, ‘এরপর কোপা আমেরিকার আগে জুন মাসে প্রস্তুতির জন্য আমরা একত্র হই। আমি যখন সেখানে পৌঁছে ভাবলাম, “এখন আমাকে দেখতে হবে, সে কেমন প্রতিক্রিয়া দেখায়।” এরপর সকালে ব্রাশ করার সময় তাঁর সঙ্গে দেখা হয়। তিনি আমার দিকে পানির বোতল ছুড়ে দিয়ে বললেন, “এত সকালে তুমি কী করছ।” এটুকুই। এর পর থেকে আমাদের এখনো খুবই ভালো সম্পর্ক।’
আরও পড়ুনমেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার২৮ ফেব্রুয়ারি ২০২৫এই ঘটনার পর দারুণ এক জুটি গড়ে তোলেন মেসি-পারেদেস। পিএসজিতে একসঙ্গে খেলে একাধিক শিরোপা জিতেছেন দুজন। আর আর্জেন্টিনার হয়ে একসঙ্গে জিতেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাইকপাড়ায় দলিত সম্প্রদায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরে দলিত সম্প্রদায়ের প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পাইকপাড়ায় দলিত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলিত সম্প্রদায়ের চারজন নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
দলিত নারী উন্নয়ন সংস্থার প্রধান সনু রানী দাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, রং মেলা নারী সংস্থার প্রধান নীলা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীদের এগিয়ে যেতে হলে লক্ষ্যে পৌঁছাতে হলে, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি ও সমাজ গঠনে একসাথে চলার কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়নে নারীরা নিজের ভূমিকা রাখতে পারবে।
এছাড়াও দলিত নারীদের চ্যালেঞ্জ ও সামাজিক প্রতিবন্ধকতা প্রভৃতি বিষয় নিয়ে কথা বলেন। এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন।