Risingbd:
2025-03-09@16:23:15 GMT

শিরোপাটা কিউইদের প্রাপ্য!

Published: 9th, March 2025 GMT

শিরোপাটা কিউইদের প্রাপ্য!

প্রাপ্য শব্দটা অধিকারের মতো বুঝায়। যেখানে অর্জনের গৌরবের নেই। প্রাপ্তির আনন্দ নেই। তবে নিউ জিল্যান্ডের জন্য আইসিসির যে কোনো একটি ইভেন্টের (সাদা বলের ক্রিকেটে) শিরোপা নিশ্চিতভাবেই প্রাপ্য বলা যায়। অধিকার বললেও বাড়াবাড়ি হবে না।  

কেননা শেষ কয়েক বছরে যে ধারাবাহিক ক্রিকেট তারা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, যে মানসম্মত পারফর্মার তারা বের করেছে, যে পেশাদারিত্ব দেখিয়েছে…নিশ্চিতভাবেই বড় কিছুর প্রাপ‌্য । সামর্থ‌্যের সবটুকু দিয়ে শিরোপার যেই বর্ডার লাইন কেবল সেটাই ক্রস করতে পারছেন না।

অজুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে, সামর্থ‌্যের সবটুকু উজার করে দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অন‌্যতম ফেভারিট হয়ে উঠেছেন কিউরা। কেন উইলিয়ামসন, রস টেলর, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি থেকে শুরু করে বর্তমান সময়ে গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল স্ট‌্যানাররা একটি শিরোপার অপেক্ষায়। আজ-ই সেই শিরোপা নিশ্চিত হয় কিনা সেটাই দেখার। আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুবাইয়ে আজ তারা ভারতের মুখোমুখি।

শিরোপা নিউ জিল‌্যান্ডের জন‌্য অরাধ‌্য এক নাম। ২০১৯ বিশ্বকাপে ইংল‌্যান্ডকে কাঁদিয়ে শিরোপা ছুঁয়ে ফেলতেন কেন উইলিয়ামসন। লর্ডসের ফাইনালে আইসিসির উদ্ভট নিয়মের বেড়াজালে সেবার কিউইদের স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেও শিরোপা ছোঁয়া হয়নি। সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল ম‌্যাচ হেরে যায় তারা। পরের বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে নিউ জিল‌্যান্ড। পাকিস্তান তাদেরকে হারিয়ে চলে যায় ফাইনালে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তাদের মিশন থেমে যায় সেমিফাইনালে। এবার স্বাগতিক ভারত তাদের বিদায় করে সেরা চার থেকে।

এবার তাদের আইসিসি চ‌্যাম্পিয়নশিপের শিরোপা পাওয়ার লড়াই। প্রতিপক্ষ ভারত এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত। নিউ জিল‌্যান্ড একটি ম‌্যাচ হেরেছে তাদের বিপক্ষেই। বাকিটা পথ নিজেদের শ্রেষ্ঠত্ব, দাপট দেখিয়েছে দারুণভাবে। নতুন অধিনায়ক স্ট‌্যান্সার দারুণ নেতৃত্ব দিয়ে দলকে শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

নিউ জিল‌্যান্ডকে বড় ভরসা দেখাতে পারে ২০০০ সালের চ‌্যাম্পিয়নস ট্রফির আসর। সেবার কেনিয়ার নাইরোবিতে ভারতকে হারিয়ে আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল ক্রিস ক্রেইন্সের দল। ২০১৯ সালে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ‌্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আগে সেটিই ছিল তাদের একমাত্র বৈশ্বিক শিরোপা। ২৫ বছর পর ওয়ানডে ক্রিকেটে ভারতকে হারিয়ে ‘প্রাপ‌্য’ শিরোপা কি বুঝে নিতে পারবে তারা? সময়ের কাছে প্রশ্নটা তোলা থাক।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল আইস স

এছাড়াও পড়ুন:

ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান বিশিষ্টজনদের

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনী ও তাদের দোসরদের ন্যায়বিচার নিশ্চিত এবং ভিক্টিমদের মানসিক ক্ষত থেকে সারিয়ে তুলতে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) গঠনের আহ্বান জানিয়েছে বিশিষ্টজনরা।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এন্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এবং বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ যৌথভাবে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) বিরোধ-পরবর্তী বাংলাদেশ: একটি ভিকটিম-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তারা এই আহ্বান করেন।

রবিবার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থিত ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ

ধর্ষক ও নারী নিপীড়কদের শাস্তির দাবিতে ঢাবিতে লাঠি মিছিল

সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতসুসি আরা, ফটোগ্রাফার ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম, জাতিসংঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটর বাংলাদেশ অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্ট স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতসুসি আরা। তিনি সুদীর্ঘ সময় নেপাল, ভারত এবং পাকিস্তানে কাজ করেছেন। তিনি ট্রুথ এবং হিলিং সংক্রান্ত ধারণাগুলোর ব্যাখ্যা প্রদান করেন এবং এ কমিশনের জন্য অভিজ্ঞতালব্ধ পরামর্শ প্রদান করেন।

এক্টিভিস্ট শহিদুল আলম বলেন, “ভিক্টিমরা ন্যায়বিচার চায়। যার জন্য প্রয়োজন জাতীয় ডায়ালগ এবং এদের গল্পগুলো তুলে আনার জন্য প্রয়োজন নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা।”

জাতিসংঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটর বাংলাদেশ অফিসের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান জুলাই অভ্যুত্থানে সরকারের একটা অংশেরই কেবল পরিবর্তন হয়েছে উল্লেখ করে বলেন, “পুলিশ, বিচার বিভাগসহ অধিকাংশ জায়গায় পূর্ববর্তী লোকদের উপস্থিতিতে কিভাবে ভিক্টিমদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই অঞ্চলের নির্যাতনের ইতিহাস কেবল ১৬ বছরের নয়, বরং দক্ষিণ এশিয়ার সুদীর্ঘ সময়ের এমন নিভৃত অনেক রাজনৈতিক, ঐতিহাসিক নির্যাতন রয়েছে।”

এ গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বিশিষ্ট নেতা, অ্যাক্টিভিস্ট আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে তার লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেন।

এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান তালুকদার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিনিয়র গবেষক খন্দকার রাকীব, সাংবাদিক সাকিব সরকার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ওমর নাসিফ আব্দুল্লাহ ও জাহিদুল ইসলাম মিয়াজি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার রাকিব, ওমর নাফিস আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম মিয়াজী, বিইউপির শিক্ষক আতাউর রহমান অপূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন (টিএইচসি) এর উপর আইআইএলডি এর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীনের প্রস্তাবনায় একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়। কমিটির সদস্যগণ হলেন মুহাম্মদ আসাদুল্লাহ, হুমা খান, সাইফুদ্দিন আহমেদ, আতাউর রহমান তালুকদার, আলী আহসান জুনায়েদ, সাকীব সরকার, হারুন ওর রশীদ, তাজরিয়ান আকরাম, নওশিন শর্মিলা রিতু, শফিউল আলম শাহীন এবং রাজীব মন্ডল।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ