সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

শনিবার দিবাগত রাত ১টা থেকে প্রায় সাড়ে ৩টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সারাদেশে ধর্ষণ এবং মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শনিবার রাত ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এসময় প্রথম ছাত্রী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেছা ছাত্রী হলের সামনে যান। পরে ওই দুই হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

এসময় তাদের ধর্ষণবিরোধী এবং ধর্ষকের শাস্তির দাবিতে 'সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই', 'উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস', 'আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই', 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়া', 'তোমার বোন আমার বোন, আছিয়া আছিয়া' স্লোগান দিতে দেখা যায়।

এদিকে রাত সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোল চত্বর হয়ে মুক্তমঞ্চের দিকে যান। এ সময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ গঠনের ঘোষণা দেন।

ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী সুলতানা আক্তার লুবনা বলেন, 'মূলত, ইন্টেরিম সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিনের পর দিন নারীর জানমালের কোনো নিরাপত্তা দিতে পারছে না। পূর্বে নারীর প্রতি সব সহিংসতা রূপ নিয়েছে আজকের আছিয়ার ধর্ষণের ঘটনায়। কিন্তু এই ঘটনা তো নতুন না। কয়েকদিন আগে আমরা দেখেছি এক ধর্ষক মুক্তি পেয়েছে। নারীদের প্রতি এই সমাজ কেবল সহিংসতাতেই থামছে না; আমরা দেখছি এই রাষ্ট্র নারী নিপীড়কদের পালে হাওয়া দিচ্ছে। আছিয়ার জন্য আমরা বিচার চাই। আমরা বিচার চাই আনোয়ারা রোডের পাশে পড়ে থাকা ধর্ষিত অজ্ঞাত ওই নারীর জন্য। বিচার চাই সেই সকল নারীর জন্য- যারা বিচারহীনতায় ভুগছেন।

এদিকে সম্প্রতি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দ্রুত ধর্ষকদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেটের সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য  সংগঠকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক তাকবির আমানসহ (২৪) চার জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগীর পিতা মো. সালাম (৪৫) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার তাকবির আমান (২৪), মিনহাজ (২৫), সৈকত (২৪) ও মিজমিজি কালু হাজির রোড এলাকার তানবির (২৪)। তাকবির আমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক। 

অভিযোগে বাদী জানান, আমার মেয়ে মিজমিজি পাইনাদি রেকতম আলী উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেনীতে পড়াশুনা করে। আমার মেয়ে স্কুলে যাতায়াতের সময় বিবাদী তাকবির আমান (২৪) বিভিন্ন সময়ে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব নিয়ে আসছিল। বিষয়টি আমার মেয়ে আমাদের জানালে আমরা তাকে সতর্ক করি এবং তার অভিভাবকদের ঘটনা জানাই। 

এর জেরে সোমবার ৭ এপ্রিল আমি এবং আমার স্ত্রী ছেলে-মেয়েকে বাসায় রেখে কাজে গেলে বিকেলে তাকবির আমার বাসায় যায়। এসময় আমি বাসায় ফোন করলে ছেলের কাছ থেকে জানতে পারি যে আমার মেয়েকে তাকবির জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় আমার মেয়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে বিবাদীকে ঘরে তালা বন্ধ করে রাখে।

পরবর্তীতে তাকবিরের পবিবারের লোকজনদের খবর দিলে তার আরো ৫০/৬০জন অজ্ঞাত লোকজন ডেকে নিয়ে এসে তাকবিরকে নিয়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে বক্তব্যের জন্য নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক তাকবির আমানের মুঠো ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে অভিযোগ পেয়েছেন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম জানান, ওদের একে অপরের সাথে প্রেম ছিল। মেয়েটি বিয়ের জন্য দাবি করে আসছিল। ছেলেটি বিয়ে না করায় মেয়েটি এই অভিযোগ আনছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে শান্তি ফিরে আসবে : মাও. মঈনুদ্দিন
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা পরিচয়ে হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ
  • সোনারগাঁয়ে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 
  • নারায়ণগঞ্জ মহানগর বিএনপির লিফলেট বিতরণ
  • রাজশাহীতে চিকিৎসায় অবহেলা, রোগী মৃত্যুর অভিযোগ
  • রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ : আহত শতাধিক 
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
  • সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য  সংগঠকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১