ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Published: 9th, March 2025 GMT
নির্যাতন, ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শনিবার সারাদেশে কর্মসূচির মাধ্যমে নিপীড়কদের শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার দাবি তুলেছে নানা শ্রেণি-পেশার ক্ষুব্ধ মানুষ।
আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’। দিবসটি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘অদম্য নারী, শক্তিতে অজেয়’ শীর্ষক সমাবেশ করে ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বাড়ছে। এগুলো রোধ করা না গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন। এসব নির্যাতনের ঘটনায় পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত আছে কিনা, তা বের করুন। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না।’
সমাবেশে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সমবায়বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আওয়ামী লীগ আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাফিসা হোসেন মারয়ার মামা হযরত আলী প্রমুখ। সমাবেশের সঙ্গে বইমেলা ও উদ্যোক্তা মেলা করে ছাত্রদল।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারী হেনস্তার ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, নারীর পোশাক নিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
দিবসটি উপলক্ষে কার্যালয়ের সামনে মহিলা দলের র্যালিপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সমাজে মব জাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।
গতকাল রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দিবসটি উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সামান্তা শারমীন বলেন, ‘মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের যে ঘটনা ঘটেছে, তার বিচার দাবিতে আমরা রাজপথে নেমেছি। এটিই প্রমাণ করে, আমরা যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ চেয়েছিলাম, তা হয়নি।’
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘বর্তমান সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে ১০০ নারী দাঁড়ালে, তা আমাদের কাছে হাজারো মানুষের সমান অনুপ্রেরণা জোগাত। কিন্তু এখন তারাই যখন রাজনীতিতে আসছেন, তাদের টার্গেট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’
সমাবেশে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা, মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম প্রমুখ।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার, একই কাজে সমমজুরি, কর্মক্ষেত্রে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, নারীবিদ্বেষী সব কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ, গণপরিবহনসহ ঘরে-বাইরে নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়। একই স্থানে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশের ব্যানারে মানববন্ধনে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন অনুসমর্থনের দাবি জানানো হয়।
গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ‘নারী সহিংসতার বিরুদ্ধে নারী’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মানববন্ধন হয়। নারীদের এ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, সাইবার বুলিং বন্ধ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা এবং গণমাধ্যমে ভুল তথ্য প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নারী দিবস উপলক্ষে জেলায় ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করে সর্বস্তরের মানুষ। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে চার শতাধিক মানুষ অংশ নেয়। ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ এবং ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’ যৌথভাবে এ মানববন্ধন করে।
নোয়াখালী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে দুপুরে আয়োজিত সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী টাউন হল এলাকায় মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানানো হয়। নোয়াখালী নারী অধিকার জোট এ মানববন্ধন করে।
ঢাবি প্রতিবেদক জানান, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় হলের সামনে আসে। সেখানে মাগুরায় এক শিশু ধর্ষণের ঘটনায় তারা এক মিনিট নীরবতা পালন করেন। মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা। পরে এতে অন্য হলের ছাত্রীরাও যোগ দেন। দেড়টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এদিকে, দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারীবিদ্বেষী মবের আগ্রাসন এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রাতে রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী গণপদযাত্রা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রাবি প্রতিনিধি জানান, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে গতকাল প্যারিস রোডের এ কর্মসূচিতে বক্তৃতা করেন রাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ, উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিনা আফরিন প্রমুখ। এদিকে নারীসহ সব মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় শুরু হয়ে রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি শেষ হয়।
ইবি প্রতিনিধি জানান, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র উপলক ষ র স মন গতক ল সরক র দ বসট
এছাড়াও পড়ুন:
শহরে ইউরোটেক্স শ্রমিকদের মানববন্ধন, হুশিয়ারী
ইউরোটেক্স শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে ওই মামলা প্রত্যাহার করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউরোটেক্স শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন । শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক নেতা রায়হান শরীফের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধননে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা সালাউদ্দীন, মো. রাশেদ, নির্যাতিত শ্রমিক ইউসুফ, লিজা, জেসমিন, শাকিল ও ইউরোটেক্সের নির্যাতিত অন্যান্য শ্রমিকগণ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ইউরোটেক্স শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বেশ কিছু দিন যাবত শ্রমিক ও মালিকের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। প্রশাসনের উদ্যোগে কিছু দাবি মালিক মেনে নিবে বলে কথা দিলেও মালিক সে কথা রাখেনি।
মালিক কোন শ্রমিক ছাঁটাই ও কোন প্রকার মামলা দিয়ে হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে মালিক তাই করছে বর্তমানে। তিন শতাধিক অধিক শ্রমিকদের নোটিশ দিয়ে কাজ থেকে অব্যাহতি দেয়া, শ্রমিকদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে শ্রমিকদের হয়রানি করছে মালিক পক্ষ।
প্রশাসন শ্রমিকদের এসব হবে না বলে আশ্বাস দিলেও বর্তমানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শ্রমিকদের দাবি মালিক এই মিথ্যা মামলা প্রত্যাহার করবে এবং শ্রমিকদের সকল দেনা পাওনা মিটিয়ে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে।
নয়তো পূনরায় আবার শ্রমিকদের এই হয়রানির প্রতিবাদে শ্রমিকরা খুব শীঘ্রই কঠোর আন্দোলনের ডাক দিবে। তখন মালিক ও প্রশাসনের মিথ্যা আশ্বাসে তারা ঘরে ফিরে যাবে না।