কর্মকর্তা নেই তাই পালিত হয়নি নারী দিবস
Published: 9th, March 2025 GMT
সারাদেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও ব্যতিক্রম ছিল ভোলার মনপুরা উপজেলা। মহিলাবিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি দিবসটি। শনিবার সারাদিন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ ছিল।
এ বছর দিবসটি পালনে কোনো কর্মসূচির আয়োজন করেনি কর্তৃপক্ষ। মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কেন্দ্র ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না সংস্থা দুটি।
নারী দিবস পালিত না হওয়ার বিষয়ে জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা (তথ্য আপা) শম্পা বলেন, হেড অফিস থেকে নারী দিবস পালনের কোনো নির্দেশনা না থাকায় কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি ।
মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নবী ফোনে জানান, ‘আমি দুই উপজেলার দায়িত্বে আছি। তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় নারী দিবস পালন করা হয়নি। তবে আগামী ১০ মার্চ দিবসটি পালন করা হবে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, মনপুরা মহিলাবিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এ দিবসটি যথা সময়ে পালন করতে পারেনি। আগামী ১০ মার্চ ২টি অনুষ্ঠান এক সঙ্গে পালন করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত দ বসট উপজ ল
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প