খাগড়াছড়ির সদর উপজেলায় অপর্ণা চৌধুরীপাড়া এলাকার একটি বাড়ির উঠান থেকে থৈঅং প্রু মারমা (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার অপর্ণা চৌধুরীপাড়ার অংসা মারমার বাসার কাজ করত। শনিবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। 

জানা গেছে, জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার বাড়িতে গৃহপরিচালক থৈঅং প্রু মারমাকে রেখে সকাল সাড়ে ১১টার দিকে বাইরে যান মালিকের স্ত্রী মাসিনু মারমা। ঘণ্টাখানেক পর ফিরে এসে গেট খোলার জন্য তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীর সহযোগিতায় দেয়াল বেয়ে ভেরতে ঢুকে গেট খোলা হয়। এ সময় বাড়ির উঠানে বালুর স্তুপে পড়ে ছিল শিশুটির মরদেহ। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত থৈঅং প্রু মার্মা খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মার্মার ছেলে। এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরীপাড়ার এ বাড়িতে গৃহপরিচায়ক হিসেবে কাজ শুরু করে সে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র মরদ হ অপর ণ

এছাড়াও পড়ুন:

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
 সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প

সম্পর্কিত নিবন্ধ