বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি পরবর্তী তারিখে পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছে বার্সেলোনা।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে বার্সেলোনা ঘোষণা করছে যে, আজ সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কারণে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছে এবং পরে নতুন করে সময় নির্ধারণ করা হবে। ক্লাবের পরিচালনা পর্ষদ ও সকল কর্মী তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

ওসাসুনাও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে, ‘ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। একইসঙ্গে এই কঠিন সময়ে বার্সেলোনা ক্লাবের সকল সদস্য এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করি।’

বার্সেলোনার চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন মিনারো গার্সিয়া। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্প ন্যুতে। ম্যাচের নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তিনে আছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

ঢাকার সাবেক সংসদ সদস্য হাবিবের ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, মামলা

প্রায় ৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এই মামলার কথা জানান।

আক্তার হোসেন বলেন, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ মামলা করা হয়েছে। তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সম্পর্কিত নিবন্ধ