Samakal:
2025-03-09@12:11:46 GMT

বোরো ক্ষেতে হাতির হানা

Published: 8th, March 2025 GMT

বোরো ক্ষেতে হাতির হানা

নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় বোরো ক্ষেতে হানা দিয়েছে বন্যহাতির পাল। গত শুক্রবার রাতে ৩০-৪০টি হাতি নাকুগাঁও এলাকার ফিলামিনা চিসিমের জমিতে তাণ্ডব চালায়। তাঁর সোয়া দুই একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর প্রতিরোধে পাহাড়ে ফিরে গেছে হাতির পাল।
হাতির পালটি নাকুগাঁওয়ের বানেরটিলায় সীমান্তবর্তী ১১১৫ নম্বর পিলারের কাছে অবস্থান করায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষক। গ্রামবাসী হাতি তাড়াতে বন বিভাগ ও সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
কিষানি ফিলামিনা চিসিম বলেন, ‘ঋণ কইরা ৪৫ কাডা (কাঠা) জমিতে বোরো ধান লাগাইছি। রাইতে (রাতে) হঠাৎ কইরা হাতির পাল ক্ষেতে নাইম্মা আমার জমির ধান খাইয়া আর পাও (পা) দিয়া ফসল মাডির (মাটির) লগে মিশাইয়া ফালাইছে।’ তিনি বলেন, ‘আমাদের ডাক-চিৎকারে গ্রামবাসী হই-হুল্লোড় কইরা ক্ষেত থাইকা হাতি সরাইছে। বাকি ফসল রক্ষায় রাইত জাইগা পাহারা দিতাছি।’
স্থানীয় কয়েকজন কৃষক জানান, ৩০-৪০টির মতো বন্যহাতি খাবারের সন্ধানে নাকুগাঁও এলাকায় চলতি বোরো ধান ক্ষেতে হানা দিচ্ছে। মধুটিলা ইকোপার্কের রেঞ্জার দেওয়ান আলী বলেন, হাতি ও মানুষের সহবস্থানে থাকার ব্যাপারে বন বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
 সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প

সম্পর্কিত নিবন্ধ