নারী সহিংসতা প্রতিরোধে আইএলও সনদ ১৯০ অনুস্বাক্ষর ও তার বাস্তবায়ন করতে হবে
Published: 8th, March 2025 GMT
বাংলাদেশে নারী শ্রমিকেরা যুগ যুগ ধরে শোষণ, বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) সনদ ১৯০ অনুস্বাক্ষর ও তার যথাযথ বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর দোয়েল চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ বক্তারা এ কথাগুলো বলেন। এ সমাবেশের আয়োজন করে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সমাবেশ শেষে সেখান থেকে একট মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশে যোগ দেয়।
নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের নারী শ্রমিকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অবদান অপরিসীম। তবে দেশের নারীরা বিশেষ করে নারী শ্রমিকেরা যুগ যুগ ধরে নানা ধরনের শোষণ, বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন।
বাংলাদেশের শ্রম আইন ও আইএলও সনদে সমঅধিকারের কথা উল্লেখ থাকলেও নারী শ্রমিকেরা প্রায়ই মজুরিবৈষম্যের শিকার হন বলে অভিযোগ করেন বক্তারা। তাঁরা বলেন, পরিবার, কর্মক্ষেত্র কোনোটাই নারীর জন্য নিরাপদ নয়। বেশির ভাগ নারী শ্রমিক প্রসূতিকালীন সুবিধা ও সুরক্ষা পাচ্ছেন না। এ সময় অনেক নারী শ্রমিককে কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হয়। পরে আর তাঁদের কাজে নেওয়া হয় না।
নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে আইএলও সনদ ১৯০ অনুস্বাক্ষর ও তার বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, সমান মজুরি, নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত, নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ও সুরক্ষা প্রদান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
সমাবেশে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন নারী শ্রমিক নেত্রী সায়েরা খাতুন, হুমায়রা বেগম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রচার সম্পাদক মোবারক হোসেন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে শ্রমিকদের অবদান স্বীকার করতে হবে। সকল সেক্টরে শ্রমজীবী মানুষের মর্যাদা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওএসএইচ কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০৩ সাল থেকে ২৮ এপ্রিলকে পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধের প্রচার এবং কর্মক্ষেত্রে প্রাণ হারানো শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ দিবস পালন করে আসছে। এ বছরে দিবসটি উদযাপনের প্রতিপাদ্য- ‘পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের রূপান্তর: বাংলাদেশে ওএসএইচ-এর ভবিষ্যৎ’।
তিনি বলেন, এই প্রতিপাদ্য আমাদের অর্থনীতির মেরুদণ্ড শ্রমজীবী মানুষ- তাদের প্রাপ্য নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেয়।
পরিবহন সেক্টরে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের বেশিরভাগ শ্রমিক ইনফরমাল সেক্টরের। কর্মক্ষেত্রে এ সকল শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি আরো বলেন, এছাড়াও নারী শ্রমিকরা কর্মক্ষেত্রে ঝুঁকিতে থাকে। আমরা কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করছি। যে সকল কনস্ট্রাকশন কোম্পানি শ্রম আইন অনুযায়ী তালিকাভুক্ত না তাদেরকে কোনো দরপত্রে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন উপদেষ্টা ।
উপদেষ্টা আরো বলেন, সম্প্রতি রাজশাহীতে ডিআইআই-ই-এর অধীনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এটি শ্রমিক দুর্ঘটনা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশের প্রথম বিশেষায়িত প্রতিষ্ঠান। এই সংস্থার মাধ্যমে, কারখানার শ্রমিক, মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে আগ্রহী সংস্থা ও ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই সংস্থা বাংলাদেশের শ্রম খাতে স্বাস্থ্য ও নিরাপত্তার সামগ্রিক উন্নয়ন, কর্মক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, পেশাগত দুর্ঘটনা, পেশাগত রোগ এবং শ্রমিকদের কল্যাণ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করছে।
তিনি বলেন, একটি শক্তিশালী ওএসএইচ সংস্কৃতি তৈরি করার জন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক, সুশীল সমাজ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব, শ্রম সংস্কার কমিশনের প্রধান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, আইএলও কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/ফিরোজ