অগ্রযাত্রায় জলবায়ু সংগঠন ‘রিনিউ আর্থ’
Published: 8th, March 2025 GMT
জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার তীব্র ইচ্ছা থেকে ২০২৩ সালের মার্চ মাসে কুষ্টিয়ার স্বপ্নবাজ তরুণ মো. প্রত্যয় বিন শাফী শুরু করেন ‘রিনিউ আর্থ’ নামের সংগঠন। জেলার নদীভাঙন সমস্যা থেকেই এই উদ্যোগের সূত্রপাত। কুষ্টিয়ার একমাত্র যুব সংগঠন হিসেবে শুরু থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করছে সংগঠনটি। প্রাথমিক পর্যায়ে নানান বাধা বিপত্তির সম্মুখীন হয় ‘রিনিউ আর্থ’। সংগঠনের তরুণদের প্রশিক্ষণে ‘ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিজ’ সংগঠনটির পাশে দাঁড়ায়। তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও ইভেন্টে যুক্ত হতে থাকে ‘রিনিউ আর্থ’, যার ফলে সংগঠনটি ধীরে ধীরে জলবায়ু অঙ্গনে পরিচিতি লাভ করে। ২০২৪ সালে সংগঠনটির কার্যক্রম কুষ্টিয়ার গণ্ডি পেরিয়ে রাজশাহী ও ঝিনাইদহ জেলায় সম্প্রসারিত হয়। ২০২৪ সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে প্রতিষ্ঠাতা শাফী দেশের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার অর্জন করেন।
২০২৪ সালের ২০ ডিসেম্বর ‘রিনিউ আর্থ’ কুষ্টিয়ায় প্রথমবারের মতো জলবায়ুবিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে। নতুন বছরের শুরুতেই ‘তারুণ্যের উৎসব’-এ অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। একই সময়ে কার্বন নিঃসরণ প্রতিরোধে ৩০০-এর অধিক তরুণকে একত্র করে শহরজুড়ে সাইকেল র্যালির আয়োজন করে, যা ব্যাপক প্রশংসিত হয়। বর্তমানে কুষ্টিয়া, ঢাকা ও রাজশাহীতে শতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবককে নিয়ে সংগঠনটির
কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রত্যয় বিন শাফী বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু উপকূলীয় এলাকার মানুষের সমস্যা না, বরং দেশের প্রতিটি অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। প্রতিটি জেলার তরুণদের উচিত স্থানীয় জলবায়ু সমস্যা চিহ্নিত করে নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা, কারণ তরুণরাই বিশ্ব দরবারে নিজেদের সমস্যাগুলো কার্যকরভাবে উপস্থাপন করতে পারে। আমরা সেই পথেই হাঁটছি।’u
উৎস: Samakal
কীওয়ার্ড: র ন উ আর থ স গঠনট র স গঠন সমস য জলব য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২৬ সদস্যের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাকৃবি ক্যাম্পাসে ছাত্রসংগঠনটির কার্যালয়ে ২৪তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সঞ্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ।
২৪তম কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি রিফা সাজিদা। এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সঞ্জয় রায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এ সময় সেখানে কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক গৌতম কর ও সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত দাস উপস্থিত ছিলেন।
কাউন্সিলে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণের নিন্দা এবং জুলাই-আন্দোলনের সব নির্যাতনকারীর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে নতুন হল নির্মাণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে আছেন মাহবুবা নাবিলা, অর্ণব দাস ও আবদুল আলীম। বিভিন্ন পদে আছেন সহসম্পাদক জাবের ইসলাম, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক অমৃতা মণ্ডল, অর্থ সম্পাদক শতাব্দী কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ পাল, গ্রন্থাগার সম্পাদক মাসরুল আহসান, স্কুলবিষয়ক সম্পাদক লক্ষ্মণ রায়, সমাজকল্যাণ সম্পাদক রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক অন্তর ঢালী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৌমিত্র পাল ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান। নতুন কমিটির সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামিমাইয়সিনুর রহমান ইন্না, জ্যোতি বিশ্বাস, ওয়াকিল খানভী আশরাফসহ ১০ জন।