জলমহালে লুটপাট ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান
Published: 8th, March 2025 GMT
সুনামগঞ্জের দিরাই-শাল্লার জলমহাল লুট ঠেকাতে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও আনোয়ারপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফাইন্দা বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে অভিযান চালায় যৌথ বাহিনী।
পুলিশ জানায়, ওই বিলটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছয়-সাত হাজার মানুষ মাছ ধরার উদ্দেশ্যে পলো, বেড় জাল, কোচা, বড় হাতর, উড়াল জাল ও ঝাপ জালসহ জলমহালের পাড়ে জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথ বাহিনী ও দিরাই থানার ওসির নেতৃত্বে পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান। এই জলমহালটির মোট আয়তন ১৯২ একর এবং সেখানে থেকে প্রতি বছর ৩৫-৪০ লাখ টাকার মাছ আহরণ করা হয়।
এই দুই উপজেলায় গেল ১০ দিনে লুটপাট হয়েছে ১১ বিল। হালুয়া খাটুয়া, দিরাই চাতল, শাল্লার সত্তুয়া নদী জলমহালসহ বিলগুলো লুট করেছেন কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগ সমর্থকদের ইজারাকৃত বিল দাবি করে বেআইনি লুটপাট চালায় এলাকাবাসী। ১১ বিল থেকে কমপক্ষে ১০ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শজনে–উচ্ছে দিয়ে ডালের রেসিপি
ছবি: সাবিনা ইয়াসমিন