Samakal:
2025-04-10@12:09:01 GMT

চোর সন্দেহে তিনজনকে পিটুনি

Published: 8th, March 2025 GMT

চোর সন্দেহে তিনজনকে পিটুনি

ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় পিকআপে তুলে ছাগল চুরি করে পালানোর সময় চোর সন্দেহে তিনজনকে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক মিঠাপুর গ্রামের সফিকুল ইসলাম রাতেই থানায় মামলা করেন। 
আটক তিনজন হলো– ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আবদুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও বোয়ালমারীর হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।
জানা যায়, শুক্রবার বিকেলে মিঠাপুর গ্রাম থেকে সফিকুলের দুটি ছাগল চুরি করে পিকআপে তুলে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর বাজারে পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ পিকআপসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই ছাগলের মালিক সফিকুল ইসলাম ধৃত তিনজনকে আসামি করে মামলা করেন। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণপ ট ন

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় চুরির অভিযোগে তিনজনকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন, একজনের মৃত্যু

কুষ্টিয়ায় চুরির অভিযোগে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের রেনউইক চর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুরমান খান (৩৫) রেনউইক চর এলাকার আবুল কালামের ছেলে। সুরমানরা চার ভাই। সবার ছোট আশরাফুল ইসলাম প্রতিবেশী আবদুল হাকিমের বাড়িতে হালিম তৈরির শ্রমিকের কাজ করেন। সুরমান রিকশা চালাতেন। তাঁর স্ত্রীর নাম রূপা খাতুন। তাঁদের এক মেয়ের বিয়ে হয়ে গেছে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী আবদুল হাকিম চুরির অভিযোগে সুরমান, আশরাফুল ও তাঁদের এক প্রতিবেশীকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন করেছেন। এতে সুরমান নিহত হয়েছেন।

সুরমান খান

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে তিনজনকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন, একজনের মৃত্যু
  • থানা থেকে ছাত্রদল নেতা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত
  • ফেসবুকে খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১