ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় পিকআপে তুলে ছাগল চুরি করে পালানোর সময় চোর সন্দেহে তিনজনকে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক মিঠাপুর গ্রামের সফিকুল ইসলাম রাতেই থানায় মামলা করেন।
আটক তিনজন হলো– ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আবদুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও বোয়ালমারীর হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।
জানা যায়, শুক্রবার বিকেলে মিঠাপুর গ্রাম থেকে সফিকুলের দুটি ছাগল চুরি করে পিকআপে তুলে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর বাজারে পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ পিকআপসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই ছাগলের মালিক সফিকুল ইসলাম ধৃত তিনজনকে আসামি করে মামলা করেন। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গণপ ট ন
এছাড়াও পড়ুন:
চোর সন্দেহে তিনজনকে পিটুনি
ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় পিকআপে তুলে ছাগল চুরি করে পালানোর সময় চোর সন্দেহে তিনজনকে আটক করে জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়।
গত শুক্রবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক মিঠাপুর গ্রামের সফিকুল ইসলাম রাতেই থানায় মামলা করেন।
আটক তিনজন হলো– ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আবদুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও বোয়ালমারীর হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।
জানা যায়, শুক্রবার বিকেলে মিঠাপুর গ্রাম থেকে সফিকুলের দুটি ছাগল চুরি করে পিকআপে তুলে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর বাজারে পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ পিকআপসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই ছাগলের মালিক সফিকুল ইসলাম ধৃত তিনজনকে আসামি করে মামলা করেন। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।