বিশেষ ঘরানার চ্যাটবট প্রকাশ করে সারাবিশ্বে সাড়া জাগিয়েছে ওপেনএআই। উদ্ভাবনী প্রতিষ্ঠানের বহু প্রতীক্ষিত চ্যাটবট ৪ও সংস্করণ।
যা উন্মোচনের বিশেষ ক্ষেত্রে প্রতিশ্রুতির কথা বলেছিল নির্মাতা কর্তৃপক্ষ। অতীত থেকে দ্রুততর ও মানোন্নত সংস্করণ এটি, যা খুব জোরালোভাবেই বলছেন নির্মাতারা।
চ্যাটজিপিটি প্রযুক্তির নতুন সংস্করণ ৪ও উন্মোচনের সুবিধা ইতোমধ্যে সুস্পষ্ট করেছে ওপেনএআই, যা নিয়ে সারাবিশ্বে বইছে তর্ক-বিতর্কের বৈরী ঝড়। যার সার্বিক উন্নয়নের পেছনে অনবদ্য অবদান রেখেছেন প্রফুল্ল ধারিওয়াল, যাঁকে ছাড়া চ্যাটবট ৪ও উন্নয়ন সম্ভব হতো না বলে জানিয়েছেন খোদ নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
নিজের এক্স প্ল্যাটফর্মে এমন কথা বলেছিলেন স্যাম। ঠিক তখন থেকেই চারদিকে খোঁজ ওঠে– কে সেই প্রফুল্ল, পরিচয়ই বা কী তাঁর।
জিপিটি ৪ও চ্যাটজিপিটির ফ্ল্যাগশিপ হিসেবে আবির্ভূত হয় জিপিটি ৪ও সংস্করণ, যা অডিও-ভিডিও সংস্করণের সঙ্গে রিয়েল টাইম টেক্সট ফলাফল প্রকাশে বিশেষ পারদর্শী। আগ্রহীরা নতুন পরিষেবাটি পুরোপুরি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
ওপেনএআই এপিআই অ্যাকাউন্ট যাদের আছে, তারা সহজেই জিপিটি ৪ও সংস্করণের সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়।
নতুন চ্যাটজিপিটি ৪ও দিয়ে বিনামূল্যে ডেটা অ্যানালাইসিস, ফাইল আপলোড, ব্রাউজিং, ভিশনিং, এডিটিং ছাড়াও জিপিটি প্রদেয় অন্যসব সুবিধাও নিতে পারবেন আগের মতো। যারা ফ্রি গ্রাহক সুবিধায় আছেন, তারা চ্যাটজিপিটি প্লাস সংস্করণেও আপগ্রেড হতে পারবেন। উল্লিখিত সবকিছু যিনি গবেষণা আর উন্নয়নের আঁতুড়ঘর থেকে বাস্তবে রূপ দিয়েছেন, তিনিই হলেন প্রফুল্ল ধারিওয়াল।
অসম্ভব সবকিছু যেন তুড়ি মেরে সমাধান করছে চ্যাটজিপিটি। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন চ্যাটজিপিটির চর্চায় সরব হয়েছেন প্রযুক্তিপ্রেমী তরুণরা। ছবি, ইনফোগ্রাফিকস বা শব্দ সম্পাদনা– সবখানে নিজের দক্ষতার ছাপ ফেলতে শুরু করেছে জিপিটির ‘৪ও’ নব্য সংস্করণ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সেরা কোচ পেতে ক্ষতিপূরণে আপত্তি নেই ব্রাজিলের
দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিলের জন্য নতুন কোচ খুঁজছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। চার কোচের সংক্ষিপ্ত তালিকাও করেছে ব্রাজিল। যে তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, আল হিলালের কোচ হোর্হে জেসুস, ফেনারবেচের কোচ হোসে মরিনহো ও পালমেইরাসের আবেল পেরেইরা।
এই চার কোচের সঙ্গেই তাদের বর্তমান ক্লাবের চুক্তি আছে। ওই চুক্তি বাতিল করে তাদের কাউকে ব্রাজিলের ডাগ আউটে পেতে হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে সিবিএফের। কনফেডারেশন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই ক্ষতিপূরণ দিতে প্রস্তুত তারা।
রদ্রিগুয়েজ বলেন, ‘জাতীয় দলের জন্য সিবিএফ সেরা কোচকেই চান। জাতীয় দলের জন্য সেরা কোচ পাওয়ার জন্য এটাকে (ক্ষতিপূরণ দেওয়া) আমরা বিনিয়োগ হিসেবে দেখছি।’
রদ্রিগুয়েজ জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়ে খোঁজ-খবর নেওয়া ও পরিকল্পনা-কৌশল সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার কাজটা সিবিএফের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো দেখভাল করছেন। রদ্রিগো বিষয়টি সম্পর্কে চূড়ান্ত খোঁজ-খবর নেওয়া সম্পন্ন করলে প্রেসিডেন্ট তার সঙ্গে বসবেন বলেও জানিয়েছেন তিনি।
সিবিএফ প্রেসিডেন্ট বলেন, ‘বিস্তারিত (কোচ সম্পর্কে) তথ্য রদ্রিগো কায়তানোর কাছে পাওয়া যাবে। তিনি এটা দেখভাল করছেন। তার হাতে এরই মধ্যে একজনের নাম এসেছে, অন্যরাও আলোচনায় আছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, তবে খুব সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। কোচদের সঙ্গে কথা বলার আগে তাদের ক্লাবের সঙ্গে কথা বলতে হচ্ছে। দ্রুতই তিনি সিদ্ধান্তে পৌঁছে যাবেন, এরপর আমরা বসবো।’
ব্রাজিলের কোচ হিসেবে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। জুলাইয়ের আগে তাকে পাওয়ার সম্ভাবনা কম থাকায় হোর্হে জেসুসকে এগিয়ে রাখা হচ্ছিল। তবে রিয়াল মাদ্রিদে ডন কার্লোর চাকরি সুতোর ওপর ঝুলছে বলে খবর। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জিতে সেমিফাইনালে যেতে না পারলে বরখাস্ত হতে পারেন তিনি। বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছে সিবিএফ। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে রিয়াল।