রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ২৩৯
Published: 8th, March 2025 GMT
জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৩টি মামলা করা হয়েছে।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩৯ জনের মধ্যে সাতজন ডাকাত। এ ছাড়া ২০ জন ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৭ জন মাদক কারবারি, ২৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি রড, একটি হাতুড়ি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি ছুরি ও ১০টি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটটি মুঠোফোন, দুটি চকলেট বোমা, ৪১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৩০৭টি ইয়াবা, ৩৬ গ্রাম হেরোইন ও ৩৩ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করেছে। দলগুলোর মধ্যে রয়েছে ৪৭৯টি মোবাইল প্যাট্রল টিম, ৭৩টি ফুট প্যাট্রল টিম এবং ১১৫টি হোন্ডা প্যাট্রল টিম। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশ তল্লাশিচৌকি পরিচালনা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড এমপ
এছাড়াও পড়ুন:
বৃথা গেল আল-আমিনের সেঞ্চুরি, আবাহনীর জয়
সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছিলেন আল-আমিন জুনিয়র। কিন্তু তার সেঞ্চুরি পাওয়ার দিনটি রাঙাতে পারেননি বোলাররা। আবাহনী অনায়েসে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাতে বৃথা যায় আল-আমিনের সেঞ্চুরি। দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ২৬০ রান তুলতে পারে। দলটির অধিনায়ক আল-আমিন জুনিয়র ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন ফয়সাল। মাহমুদুল হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
আবাহনীর হয়ে বল হাতে ৩ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসান। ২টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকত।
আরো পড়ুন:
নাঈম শেখের ১৭৬, দলের জয়ের ব্যবধান ১৭৩
দুই বছর পর ঢাকা লিগে তামিমের সেঞ্চুরি
বোলাররা লক্ষ্য নাগালে রাখায় ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়েছে। উদ্বোধনী জুটিতে জিসান ও পারভেজ হোসেন ইমন ৬২ রান যোগ করেন। জিসান ৩২ রান করে ফেরেন সাজঘরে। ইমন আউট হন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে। সেখান থেকে শান্তর ৩৭, মোহাম্মদ মিঠুনের ৫৬ রানে আবাহনীর জয়ের পথ সহজ হয়ে যায়। রূপগঞ্জ টাইগার্সের হয়ে বল হাতে ফয়সাল নেন ২ উইকেট।
প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে ভালো অবস্থানে আবাহনী। রূপগঞ্জ টাইগার্স তিন ম্যাচে জয় পায়নি একটিতেও।
ঢাকা/ইয়াসিন/আমিনুল