চারুতা সংগীত একাডেমির সুরেলা সন্ধ্যা
Published: 8th, March 2025 GMT
সুর ও ছন্দের অপূর্ব মেলবন্ধনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠিত হলো চারুতা সংগীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একাডেমির চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর মুক্ত মঞ্চে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় দলীয় নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.
বাচিক শিল্পী এহ্তেশামুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চারুতা সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রামে সুস্থ সংস্কৃতিচর্চার প্রচার ও প্রসারে চারুতা সংগীত একাডেমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের মনন বিকাশে শুদ্ধ সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স গ ত এক ড ম র অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
খুলনায় কেএফসি রেস্টুরেন্ট ও বাটা শো-রুমে ভাঙচুর
খুলনা নগরীতে কেএফসি নামের একটি রেস্টুরেন্ট এবং বাটার শো-রুম ব্যাপক ভাঙচুর করেছে ইসরায়েলবিরোধী আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় ভাঙচুর ও মালপত্র বাইরে ফেলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে বিকেলে সমাবেশ হয়। সমাবেশ শেষে ফেরিঘাট মোড়ের দিকে মিছিল বের হয় এবং মিছিলটি ফেরিঘাট মোড় ঘুরে আবার শিববাড়ি মোড়ে যায়।
তবে মিছিলের একাংশ নগরীর ময়লাপোতা মোড়ের দিকে যায়। এরপর সন্ধ্যায় তারা কেএফসিতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রী বাইরে ফেলে দেয়। ভাঙচুরকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ভাঙচুরের সময় কেএফসির পাশের ভবনে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কেএফসিতে গিয়ে দেখা যায়, তাদের চেয়ার-টেবিল, ডেস্ক, ক্যাশ কাউন্টার, টিভি, ফ্রিজ সবকিছু একেবারে ধংসস্তুূপে পরিণত হয়েছে। কেএফসির সামনের সড়কেও কিছু আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে কেএফসির কর্মকর্তা-কর্মচারীরা কেউ এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এরপর কিছু লোক নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে হোটেল টাইগার গার্ডেন ভবনের নিচতলায় বাটার শোরুমে ভাঙচুর চালায়।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটা শো-রুমে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।