কাদায় আটকে পড়া হাতিকে সারিয়ে তুলতে দুই দিন ধরে চলছে চিকিৎসা
Published: 8th, March 2025 GMT
চট্টগ্রামের বাঁশখালীতে দলছুট হয়ে একটি বন্য হাতি কাদায় আটকে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় বন বিভাগের লোকজন টানা ১০ ঘণ্টার চেষ্টায় হাতিটি উদ্ধার করেন। দুই দিন ধরে ওই হাতিকে সারিয়ে তুলতে চিকিৎসাসেবা দিয়ে আসছেন চিকিৎসকেরা। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা সাতটার সময় চুনতি অভয়ারণ্যের আওতাভুক্ত নাপোড়া এলাকায় পাহাড়ের ঢালে কাদামাটিতে আটকে যায় একটি হাতি। দীর্ঘ সময় হাতিটি আটকে থাকলেও ওই পথে লোকজনের আনাগোনা কম থাকায় বিষয়টি তাড়াতাড়ি কারও নজরে পড়েনি। পরে স্থানীয় লোকজন হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দিলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। পরে বন বিভাগ ও স্থানীয়দের ১০ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার বিকেলে হাতিটি উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, পানির পাম্প দিয়ে পানি ছিটিয়ে কাদা নরম করে হাতিটি তোলা হলেও দীর্ঘ সময় কাদামাটিতে আটকে থাকায় হাতিটি অসুস্থ হয়ে পড়ে এবং দাঁড়াতে পারছিল না। তাই তাৎক্ষণিকভাবে হাতিটিকে স্যালাইনযুক্ত পানি খাওয়ানো হলেও চলাফেরার শক্তি পুরোপুরি ফিরে পায়নি হাতিটি। উদ্ধার হওয়া হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর এবং এটি একটি মাদি হাতি। এটি পুষ্টিহীনতায় ভোগায় কাদায় আটকে গিয়ে উঠতে পারেনি এবং কাদায় আটকে আরও দুর্বল হয়ে যায়।
জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, গতকাল শুক্রবার বিকেল থেকে হাতিটিকে চিকিৎসাসেবা দেওয়া শুরু করেন চকরিয়া সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈমের নেতৃত্বে চিকিৎসক দল। আজ শনিবার সারা দিন চিকিৎসার পাশাপাশি হাতিটির স্বাস্থ্যগত দিক নজর দেওয়া হয়েছে। তবে আগে থেকে হাতিটি আগে থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেও চলাফেরা করার মতো সুস্থ হয়নি।
.