আড়াইহাজারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  উপলক্ষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা আড়াইহাজারের উদ্যোগে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার এর সভাপতিতে অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন। উপ সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার, গ্রাম আদালতের প্রকল্প কর্মকর্তা নাজমা বেগম সহ  বিভিন্ন নারী সংগঠনের সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  নারীর প্রতি বৈষম্য, বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

এছাড়া আড়াইহাজার পৌরসভার উদ্যোগ, পৌর  মিলনায়তনে আড়াইহাজার পৌরসভার  প্রশাসকের সভাপতিত্বে  আন্তর্জাতিক নারী দিবস  উদযাপিত হয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর মকর ত উপজ ল

এছাড়াও পড়ুন:

ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইকো-কার্ডিওগ্রাফি মেশিন দিল এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনিসটিউটে একটি পোর্টেবল ইকো-কার্ডিওগ্রাফি মেশিন দিয়েছে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির কার্যকরি কাউন্সিলের সভায় ইকো-কার্ডিওগ্রাফি মেশিনটি হস্তান্তর করেন।

এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের সঞ্চালনায় এর কার্যকরি কাউন্সিলের সহসভাপতি মো. নাছির উদ্দিন তসলিম, অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট মো. নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এই মহতী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনিসটিটিউটে একটি পোর্টেবল ইকো-কার্ডিওগ্রাফি মেশিন অনুদান হিসেবে দিয়েছে।”

এছাড়া সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/সাজ্জাদ/এসবি

সম্পর্কিত নিবন্ধ