লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধারের পর খণ্ডিত মাথাও উদ্ধার করেছে পুলিশ। শনিবার আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী কাউয়ার চরে একটি তামাক ক্ষেত থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। স্থানটি ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে।

নিহত হাসিনা বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চর কুঠিরপাড় গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে সে পলাতক। এ ঘটনায় গ্রেপ্তার তার প্রথম স্ত্রী মেহেরুন নেছার তথ্যমতে হাসিনার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

শুক্রবার মেহেরুনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে বুধবার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকার একটি ভুট্টা ক্ষেতে হাসিনা বেগমের মাথাবিহীন লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় ক্ষেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে পুলিশের একটি বিশেষ দল দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কুঠিবাড়ীর একটি তামাক ক্ষেত থেকে হাসিনার মাথা উদ্ধার করে। সেটি ক্ষেতে পোঁতা ছিল। বৃহস্পতিবার নারীর পরিচয় শনাক্ত হয়। এদিন আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা জ্যাকেট, শার্ট ও একটি বড় দা উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফুল ইসলামের দুই স্ত্রী। পার্শ্ববর্তী দীঘলটারী গ্রামের কাশেম আলীর মেয়ে হাসিনা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলে আশরাফুল। এ সংসারে তাদের তিন কন্যাসন্তান রয়েছে। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, মেহেরুন নেছাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার দেওয়া তথ্যমতে হাসিনা বেগমের মাথা উদ্ধার করে পুলিশ। আশরাফুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ আশর ফ ল

এছাড়াও পড়ুন:

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
 সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প

সম্পর্কিত নিবন্ধ