নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামীর রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দ। শনিবার (৮ মার্চ) বিকেলে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত ভুলতা রয়েল মুন রেস্টুরেন্টে  এ সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে ও মো.নুর আলমের সঞ্চালনায় রূপগঞ্জের কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো.

আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ থানা আমীর সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর থানা আমীর আব্দুল মজিদ, সেক্রেটারী খায়রুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারী হানিফ ভুঁইয়া প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ভূমিকা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই বিপ্লবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সহিংসতা, মারামারি, গোলাগুলিসহ নানা অপ্রীতিকর ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন। সৎ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকরা কষ্টে দিনাতিপাত করছে। তাই সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রে আলাদা বরাদ্দ ও পলিসি থাকতে হবে। তবেই নিরপেক্ষভাবে সাংবাদিকরা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

পরে ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সভা সম্পন্ন হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম র র পগঞ জ ব দ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২য় দিনে আরও ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২য় দিন শুক্রবার গ্রেফতারকৃত কাঞ্চনের জুয়েল, গুতিয়াব এলাকার শহিদুল্লাহ, সবুজ, বিপুল, তুহিন ও ১ম দিনে বৃহস্পতিবার গুতিয়াব এলাকার আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেফতার করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়। 

নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদর কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত লোকবল রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করে আসছিল।

ওই টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩'শ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে বিক্ষুব্ধরা এস আই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে ২১জনকে নামীয় ও ১৫০জনকে অঙ্গাত আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় ২য় দিন শুক্রবার ৫জন ও ১ম দিন বৃহস্পতিবার ৫জন মোট ১০ আসামীকে গ্রেফতার করে প্রত্যেকের ১০দিন করে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না - মাইনুদ্দিন
  • হাসিনার মতোই পালিয়ে গেছে ওসমান পরিবার : রফিউর রাব্বি
  • ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 
  • মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড ৩নং ওয়ার্ড হচ্ছে : সাহেদ 
  • রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 
  • হাসিনার বন্ধ করে রাখা ত্বকী হত্যার বিচারসহ সব হত্যার বিচার দাবি
  • সিদ্ধিরগঞ্জ থানা ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার
  • রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০