টাঙ্গাইলে সালিশে শিশু ধর্ষণের ঘটনা রফা
Published: 8th, March 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদ্রাসাপড়ুয়া এক শিশুশিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয় গত ২৪ ফেব্রুয়ারি। এ ঘটনায় গ্রাম্য মাতববরা সালিশ বৈঠক করে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করেন। মাতবরদের চাপে বিষয়টি মানতে বাধ্য হন ভুক্তভোগীর মা। পরে তাঁর হাতে জরিমানার ৯২ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ ঘটনায় শনিবার মির্জাপুর থানায় ফিরোজ মিয়া নামে একজনের নামে মামলা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশে ফসলি জমিতে থাকা একটি গাছে বড়ই পাড়তে গেলে শিশুটিকে ডেকে ধর্ষণ করে ফিরোজ। বিষয়টি কাউকে জানালে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ছড়ানো ও হত্যার হুমকি দেয়। ঘটনার পর বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানায় শিশুটি।
বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য মাতবর মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন সপ্তাহখানেক পর সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশে উপস্থিত ছিল ফিরোজ। ধর্ষণের শাস্তি হিসেবে তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন মাতবররা।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, আসামি ফিরোজকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প