টানা ১৩ দিন বৃদ্ধ বাবাকে হাত পা বেঁধে নির্যাতন সন্তানদের
Published: 8th, March 2025 GMT
খাটের উপর হাত-পা রশি দিয়ে চার দিকে টানা দিয়ে বাঁধা। এভাবে একদিন-দুইদিন নয়, টানা ১৩ দিন খাটের উপর বেঁধে রাখা হয় বৃদ্ধ খুইল্লা মিয়াকে। সন্তানদের সম্পত্তি লিখে না দেওয়ায় ৬৫ বছরের এই বৃদ্ধের ওপর এমন বর্বর ও অমানবিক অত্যাচার চালিয়েছেন তাঁর সন্তানরা। বিষয়টি পাশের ভবনের একজন দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। শনিবার ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এখন তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন।
চট্টগ্রাম নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ার শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটির খুইল্লা মিয়ার ভবনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরের চকবাজার ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বলেন, বাকলিয়ার এক বড় ভাই আমাদের বিষয়টি জানায়। তারপর আমরা ওই বাড়িয়ে গিয়ে দুই ছেলে, মেয়ে ও স্ত্রীর সামনে বৃদ্ধ খুইল্লা মিয়াকে চার হাত-পা বাঁধা অবস্থা দেখতে পাই। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। খুইল্লা মিয়া সম্পত্তি ছেলেদের লিখে না দেওয়ায় তাঁকে ১৩ দিন হাত-পা বেঁধে অত্যাচার করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন। দুই ছেলে কিছুদিন পর পর তার কাছ থেকে ৫ লাখ, দুই লাখ টাকা জোর করে নিতেন। টাকা না দিলেই অত্যাচার করতেন।
পুলিশ ও ছাত্রদল নেতারা জানান, বৃদ্ধ খুইল্লা মিয়ার হার্টে রিং পরানো আছে। ১৩ দিন নির্যাতনের কারণে তাঁর হার্টের অবস্থা খারাপ হয়ে গেছে। তাঁর একটি ভবন আছে। ওই সম্পত্তি লিখে না দেওয়ায় সন্তানরা তাঁর উপর নির্যাতন চালায়। সন্তানরা তাঁকে পাগল বললেও নিজে পাগল নন বলে জানিয়েছেন খুইল্লা মিয়া।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, পৈত্রিক সম্পত্তির জন্য দুই জনকে ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠাই। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এখনও এ ঘটনায় মামলা হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ১৩ দ ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির বর্তমান পরিস্থিতি, দলের কর্মকাণ্ড, সংগঠনের উন্নয়ন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের দল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। দলকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং দলীয় কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরীণ সংহতি বৃদ্ধির পাশাপাশি দলের কর্মকাণ্ডের আরও উন্নতি সাধনের আশ্বাস দিয়ে তারা ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, দিপু ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্মান, মাহফুজুর রহমান হুমায়ুন, শহিদুল ইসলাম টিটু, বাছির উদ্দিন বাচ্চু, মজিবুর রহমান ভূইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, ইউসুব আলী ভূইয়া, জুয়েল আহমেদ, রিয়াদ মুহাম্মাদ চৌধুরী, সেলিম হক রুমি, মোতাকুর আহমেদ, একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, শামসুল হক খান, তাশিকুল ইসলাম তাশকিন, শাজাহান মেম্বারসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল সদস্যেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যদের আহ্বায়ক কমিটিকে ৩৩ সদস্যে উন্নতি করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিএনপি।
জানাগেছে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। আর বিজ্ঞপ্তিতে বলা হয় অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
আর গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে।
অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।
তার আগে, ২০২২ সালের ১০ নভেম্বর মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।