মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড ৩নং ওয়ার্ড হচ্ছে : সাহেদ
Published: 8th, March 2025 GMT
যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেছেন, এই কর্মী সভার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে কিভাবে গতিশীল ও সু-সংগঠিত করা যায়। দেশনায়ক তারেক রহমান সাহেবের যে চিন্তা-ভাবনা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাঁখা প্রত্যেকটি ইউনিট কিভাবে শক্তিশালী ও গতিশীল করা যায়।
তার মধ্যে ৩নং ওয়ার্ড কমিটি হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড। সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এই চারটি ওয়ার্ড। আমরা বিগত সময় আন্দোলনে এই সকল ওয়ার্ডগুলোতে সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা আমরা পেয়েছি।
সেটা নট অনলি যুবদল। বিগত যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শনিবার (৮ মার্চ) বিকেল তিনটায় চিটাগাং রোড সংলগ্ন মুক্তিনগরের গ্রীণ গার্ডেন কমিউনিটি সেন্টারে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল আলম ইমনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আগামী দিনের জগত দলের কমিটিতে সাবেক যারা যুবদলের নেতাদের রয়েছে তারাও থাকবে বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরাও থাকবে। কেউ যদি পারিবারিকভাবে ভাই-বোন বোন্ড বিএনপি হয়ে থাকে ওখান থেকে নিয়ে আসা যায়।
একটি ওয়ার্ড কমিয়ে কমিটির সর্বনিম্ন ৩১ সদস্যের হবে। তবে আওয়ামী লীগের কোন দোসরাই এই কমিটিতে স্থান পাবে না। যদি কোন আওয়ামী লীগের এখানে থেকে থাকেন তাহলে নিজ দায়িত্বে এখান থেকে চলে যান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র য বদল র কম ট র স ল ইসল ম র সদস য র রহম ন আহম দ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০
রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২য় দিনে আরও ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
২য় দিন শুক্রবার গ্রেফতারকৃত কাঞ্চনের জুয়েল, গুতিয়াব এলাকার শহিদুল্লাহ, সবুজ, বিপুল, তুহিন ও ১ম দিনে বৃহস্পতিবার গুতিয়াব এলাকার আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেফতার করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়।
নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদর কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত লোকবল রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করে আসছিল।
ওই টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩'শ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে বিক্ষুব্ধরা এস আই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে ২১জনকে নামীয় ও ১৫০জনকে অঙ্গাত আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।
ওই মামলায় ২য় দিন শুক্রবার ৫জন ও ১ম দিন বৃহস্পতিবার ৫জন মোট ১০ আসামীকে গ্রেফতার করে প্রত্যেকের ১০দিন করে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।