বাবা পড়ালেখার খরচ দিতে পারেননি। বড় বোন টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি বোন মুনিয়া খাতুনের পড়ার খরচ দিয়েছেন। এরপরও সব সময় প্রয়োজনীয় অর্থ জোগাড় সম্ভব হয়নি। কষ্টে পড়ালেখা করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে মুনিয়া। তবে পরিবারের আশঙ্কা, মাঝপথে টাকার অভাবে তার পড়ালেখা যেন না বন্ধ হয়ে যায়।

মুনিয়া খাতুন (১৭) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের আবদুল মোতালেব ও শাহানাজ বেগমের মেয়ে। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ভাতঘরা–দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও অর্থাভাবে প্রাইভেট পড়ার খরচের ভয়ে উচ্চমাধ্যমিকে সে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে ভর্তি হয়েছে।

মুনিয়ার বাবা আবদুল মোতালেব জানান, তাঁর তিন মেয়ে। বড় মেয়ে মনিরা যশোর মহিলা কলেজে স্নাতকোত্তর পড়ছেন। ছোট মেয়ে তমা দশম শ্রেণির ছাত্রী। মুনিয়া এবার কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। তিনি বলেন, অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করে কোনোমতে সংসার চলে। সব দিন কাজও পান না। মাঠে চাষযোগ্য জমিও নেই। মাত্র দুই শতক জমির ওপর টিনের বেড়ার দুই কক্ষের ঘরে তাঁদের বসবাস। মেয়েদের পড়ালেখার খরচ দিতে পারেন না। বড় মেয়ে পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে মেজ মেয়ের পড়ার খরচ দেন।

মোতালেব প্রথম আলোকে বলেন, তাঁর তিন মেয়েই মেধাবী ও পড়ার প্রতি আগ্রহী। কখনো পড়তে বসতে বলতে হয় না। কিন্তু দরিদ্র হওয়ায় তিনি খরচ দিতে পারেন না। বড় মেয়ের পড়ালেখা প্রায় শেষ। এখন চিন্তা কীভাবে মুনিয়ার পড়ার খরচ জোগাড় হবে।

মুনিয়া জানায়, এসএসসি পরীক্ষার আগে চার বিষয়ে প্রাইভেট পড়তে হয়েছে। শিক্ষকেরা তার অবস্থার কথা ভেবে টাকা কিছুটা কম নিতেন। অনেক সময় টাকা দিতে দেরি হলে পড়তে যেতে লজ্জা করত। অর্থাভাবে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তি হয়েছে সে। তার খুব ইচ্ছা ছিল চিকিৎসক হবে। কিন্তু এখন সিদ্ধান্ত বদলে সরকারি কর্মকর্তা হতে চায় সে।

মুনিয়ার মা শাহানাজ বেগম বলেন, মেয়ের এখন ইচ্ছা এইচএসসিতে ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তা হবে। তার এই আশা পূরণে প্রয়োজনীয় অর্থ তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ভাতঘরা–দয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা সুলতানা বলেন, মেয়েটি খুবই মেধাবী। কিন্তু তাকে পড়ালেখা করানোর সক্ষমতা পরিবারের নেই। স্কুল পর্যায়ে তারা যেটুকু পেরেছে, সহায়তা করেছে। একটু সহযোগিতা পেলে সে ভালো কিছু করতে পারবে। একদিন সরকারি কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে পারবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র খরচ দ সরক র

এছাড়াও পড়ুন:

বাউবি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা শুরু হবে আগামী ১১ এপ্রিল (শুক্রবার) থেকে। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৯ মে। ওই দিন সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের (তত্ত্বীয়) এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবির ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে—

পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;

প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অনিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না;

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে;

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না;

লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীকে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তপত্র ভাঁজ করা যাবে না;

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ৬ ঘণ্টা আগে

শিক্ষার্থী পরীক্ষায় নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে;

শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে

কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ পরীক্ষাকেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে;

২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ

De-Novo রেজিস্ট্রেশনকৃত ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণের ১ম সুযোগ, ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের ২য় এবং ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।

কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির সূর্য কোনো পরিবর্তন করতে পারবে।

* BAU SSC-2025 ROUTINE দেখুন এখানে

আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৯ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন১৯ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বাউবি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ