ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চিন্তা করছে পরিবার। এরই মধ্যে কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তার পরিবার সূত্রে এসব তথ্য জানা যায়। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীনে তিনি চিকিৎসাধীন। 

জানা যায়, আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে আছেন। তারা মস্তিষ্ক কাজ করছে না বিধায় অস্ত্রোপচারও সম্ভব হচ্ছে না। তার হার্টের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে ৪৮ হাজারে নেমেছে। হার্ট সচল রাখতে ডাক্তাররা তাকে নতুন ওষুধ দিয়েছেন। 

আরেফিন সিদ্দিকের সব রিপোর্ট সংগ্রহ করে বিদেশের বিভিন্ন হাসপাতালে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এদেশের ডাক্তাররাও এ ব্যাপারে সহযোগিতা করছেন। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঢ ব উপ চ র য আর ফ ন স দ দ ক অবস থ

এছাড়াও পড়ুন:

কেরানীগঞ্জে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা পানগাও এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও দীপ সরকার নামে দুজনকে আটক করেছে। তারা পেশায় অটোরিকশা চালক। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন। 
  
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই নারী তার পরিবারকে না জানিয়ে এক মুসলিম ছেলেকে বিয়ে করেন। চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। বিয়ের শুরুতে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এ ঘটনায় পুনরায় তার পরিবারের কাছে ফিরে যান। হিন্দু থেকে মুসলিম হওয়ায় তার পরিবার বাড়ি থেকে বের করে দেয় তাকে। কোনো উপায় না পেয়ে কাজের সন্ধানে ঢাকায় আসেন। শনিবার কোন্ডা ইউনিয়নের পানগাওয়ে পরিত্যক্ত বাড়িতে অভিযুক্ত দুই অটোরিকশা চালক তাকে আশ্রয় দেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘চার মাসের অন্তঃসত্ত্বা ওই হিন্দু নারী তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পানগাও এলাকায় আশ্রয় নেন। প্রথমে তিনি একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন। শনিবার রাতে তিন অটোরিকশাচালক ওই নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। ইয়াসিন নামে একজন পলাতক রয়েছে। 

শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
 

সম্পর্কিত নিবন্ধ

  • কেরানীগঞ্জে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ
  • মাগুরায় প্রকাশ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ
  • মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ
  • ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ
  • মামলার এজাহারে যা বললেন মাগুরার সেই শিশুটির মা
  • মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা, সবাই গ্রেপ্তার 
  • আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি নেই: চিকিৎসক
  • বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশু, আটক ২