রাজধানীর বনশ্রীতে একজন সোনা ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই সংঘবদ্ধ দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও মো. আমিনুল (৩৫)। তাঁদের মধ্যে মো. কাউসার বনশ্রীতে এ ডাকাতির ঘটনার নেতৃত্বে ছিলেন।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডিএমপির কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী কথাগুলো বলেন । তিনি বলেন, ডাকাতির ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আগেও তাঁরা একটি সোনার দোকানে ডাকাতি করেছেন।

ডিএমপি কমিশনার বলেন, ওই ঘটনায় খোয়া যাওয়া চার ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৪৪ হাজার টাকা, একটি রিভলবার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে সোনা ব্যবসায়ীর দাবি, তাঁর ২০০ ভরি সোনা নিয়ে গেছে ডাকাতেরা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বনশ্রীতে সশস্ত্র ডাকাতির ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে যায়। সে জন্য ডাকাতির ঘটনাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়। এ ঘটনায় সাতজন জড়িত হলেও ছয়জনকে গ্রেপ্তার করা গেছে।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তাঁর সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে।

সোনা লুটের এ ঘটনায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড ক ত র ঘটন বনশ র ত ঘটন য় ড এমপ

এছাড়াও পড়ুন:

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: গ্রেপ্তার ৬, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

ঢাকার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ওই ছয়জনকে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনবনশ্রীতে গুলি করে স্বর্ণালংকার লুটের ভিডিও ভাইরাল, ‘ও আম্মা গো’ বলে বারবার চিৎকার২৪ ফেব্রুয়ারি ২০২৫

এ বিষয়ে আজ শনিবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তাঁর স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে।

আরও পড়ুনবনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ‘২০০ ভরি স্বর্ণালংকার’ ছিনতাই২৩ ফেব্রুয়ারি ২০২৫

পরে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার পুলিশকে জানান, তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

স্বর্ণ লুটের এ ঘটনায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনস্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াবেন কীভাবে২৫ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক ৬
  • বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: গ্রেপ্তার ৬, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
  • পিরোজপুরে কয়লাবোঝাই জাহাজ থেকে হাত-পা বাঁধা এক শ্রমিকসহ ছয়জনকে উদ্ধার