বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেন কাউসার: ডিএমপি কমিশনার
Published: 8th, March 2025 GMT
রাজধানীর বনশ্রীতে একজন সোনা ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই সংঘবদ্ধ দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও মো. আমিনুল (৩৫)। তাঁদের মধ্যে মো. কাউসার বনশ্রীতে এ ডাকাতির ঘটনার নেতৃত্বে ছিলেন।
আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডিএমপির কমিশনার শেখ মো.
ডিএমপি কমিশনার বলেন, ওই ঘটনায় খোয়া যাওয়া চার ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৪৪ হাজার টাকা, একটি রিভলবার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে সোনা ব্যবসায়ীর দাবি, তাঁর ২০০ ভরি সোনা নিয়ে গেছে ডাকাতেরা।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বনশ্রীতে সশস্ত্র ডাকাতির ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে যায়। সে জন্য ডাকাতির ঘটনাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়। এ ঘটনায় সাতজন জড়িত হলেও ছয়জনকে গ্রেপ্তার করা গেছে।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তাঁর সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।
আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে।
সোনা লুটের এ ঘটনায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড ক ত র ঘটন বনশ র ত ঘটন য় ড এমপ
এছাড়াও পড়ুন:
পিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সভা শুরু হয়। সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৫ ঘণ্টা আগেএর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।