সিলেট জেলা বিএনপির সভাপতি বললেন, তৃণমূলের মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায়
Published: 8th, March 2025 GMT
তৃণমূলের মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। শনিবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট, মাছবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য ও তারেক রহমানের নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে। বিভেদ সৃষ্টি হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ বাড়বে, যা স্বাধীনতার জন্য হুমকি। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’
বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে উল্লেখ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকায় যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী। সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিক্ষোভের আড়ালে লুটপাট–ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের নিন্দা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। একই সঙ্গে গতকাল দেশে বিক্ষোভের আড়ালে হওয়া লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন তথা ফিলিস্তিনিদের জাতিগত নিধন অভিযান সভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সক্রিয় সমর্থন, মদদ ও আশকারা পেয়ে ইতিহাসের এ জঘন্য গণহত্যা পরিচালনা করার ঔদ্ধত্য দেখাচ্ছে ইসরায়েল। এর বিরুদ্ধে বাংলাদেশসহ গোটা বিশ্বে ক্ষোভ, ঘৃণা ও প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। আমরা সে বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’
লুটপাট–ভাঙচুরেরর নিন্দা জানিয়ে বিবৃতিতে বাংলাদেশ জাসদ নেতারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ–বিক্ষোভের আড়ালে একশ্রেণির দুষ্কৃতকারী গতকাল বিকেলে সারা দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এসব উদ্দেশ্যপ্রণোদিত অরাজকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণের ন্যায়সংগত প্রতিবাদ ও বিক্ষোভকে এ বিশৃঙ্খলা ও সহিংসতা কালিমালিপ্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা সরকারকে এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা ও এ ধরনের নৈরাজ্যের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে প্রতিবাদী ছাত্র–জনতাকে এসব সুযোগসন্ধানীদের ফাঁদে পা না দিয়ে তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।