ঝালকাঠি সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন মৃধা (৬৫)। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর বাড়ির কাজের লোক সোহরাব হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ, স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে গ্রামের নির্জন বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঝালকাঠি পৌর শহরে বসবাস করেন। দেলোয়ার বাড়িতে শাকসবজির চাষ ও গরু-ছাগল লালন–পালন করতেন। এ কাজে সোহরাব হোসেন সহায়তা করতে। বাড়ির কাজের লোক হিসেবে থাকা সোহরাব নেশা করতেন। সোহরাবের সঙ্গে দেলোয়ারের কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

নিহত দেলোয়ার হোসেনের বড় ছেলে ঝালকাঠি শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান (বাবু) বলেন, ‘আমার বাবা গ্রামে থাকতে পছন্দ করতেন। তাঁকে আমরা শহরে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। গতকাল তিনি পেনশনের টাকা উত্তোলন করে বাড়িতে রাখেন। আজ দুপুরের দিকে বাবার খোঁজ নিতে বাড়িতে এসে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখি, তাঁর গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে ঘরের বাহির থেকে সোহরাব হোসেনকে আটক করি। তার পকেট থেকে আমার বাবার পেনশনের ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। আমার বাবা আজ সকালেও লাউয়ের মাচা থেকে লাউ কেটে প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেছেন। এরপর বেলা ১১টার দিকে সোহরাব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা ধরণা করছি।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুজ্জামন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহরাব হোসেন নামে বাড়ির কাজের লোককে আটক করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করত ন

এছাড়াও পড়ুন:

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরির আবেদন করুন দ্রুত, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এই প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১

আরও পড়ুনদেশে–বিদেশে পড়াশোনা শেষে ইন্টেলে চাকরি পেলেন হাসান উল বান্না, বেতন বছরে দুই কোটি০৬ মার্চ ২০২৫

যোগ্যতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা প্রতিরক্ষা/নিরাপত্তা বাহিনীর সমমর্যাদার পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর নিরাপত্তা–সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত ফরম পূরণ করে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, একাডেমিক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, অবসর আদেশ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য যাচিত দলিলাদির সত্যায়িত অনুলিপি সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৫।

আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদ উপলক্ষে সরকারি কর্মচারীরা বেতন–ভাতা পাবেন ২৩ মার্চ
  • ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা পাবেন ২৩ মার্চ
  • ফের নিজের তৈরি বিমানে উড়লেন জুলহাস, যমুনাপাড়ে উৎসবের আমেজ
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরির আবেদন করুন দ্রুত, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা